অনলাইন ডেস্ক : ফিল্মি কায়দায় অপহরণ করে খুনের চেষ্টা ধলছড়ায়। বাজার থেকে বাড়ির ফেরা পথে বিলাসী গাড়িতে তুলে নিয়ে এক যুবকের উপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা চালাল দুষ্কৃতীরা। পরে সেই যুবককে রাস্তার পাশে ফেলে রেখে গা ঢাকা দেয় তারা। চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে ধলছড়ায়। ধলছড়া দ্বিতীয় খণ্ডের সুনীল দাসের বছর উনত্রিশের পুত্র সুধা দাস এদিন রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেসময়, সাদা রঙের একটি বিলাসী গাড়ি এসে সুধার সামনে দাঁড়ায়।হামলার শিকার যুবকের ভাষ্য অনুযায়ী গাড়িতে চালক সহ ছিল মোট পাঁচজন লোক। রাত তখন সাড়ে আটটা। এরপর সেই লোকেরা টেনে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে ওকে উপর্যুপরি আঘাত শুরু করে। তারপর সুধার বাড়ি থেকে আনুমানিক দশ কিলোমিটার দূরে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় দূস্কৃতীরা।এদিকে,বৃহস্পতিবার রাতে বড়খলার কালাইন-শিলচর সড়কের ভাঙ্গারপার পুলিশ ফাড়ির অনতিদূরে, সড়কের পাশে এ যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ দেখে আৎকে উঠেন স্হানীয়রা। খবর দেন ভাঙ্গারপার পুলিশে। অবশেষে স্হানীয় জনতা ও পুলিশের প্রচেষ্টায় ক্ষতবিক্ষত ঔই যুবকের দেহ উদ্ধার করে প্রেরণ করা হয় সোনাপুর হাসপাতালে।খবর পেয়ে রাতে হাসপাতালে ছুটে যান সুধা পরিবারের লোকেরা।অবস্থা বেগতিক থাকায় রাতেই প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজে।যদিও,সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর সুধাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।