অনলাইন ডেস্ক : একমাসের হাই পারফরমিং প্রশিক্ষণ শিবির। এর ফলাফল নির্ধারণে ফ্রাঞ্চাইজি ভিত্তিক প্রতিযোগিতা। বরাকে টেবিল টেনিসের উত্তরণে আবারও উজ্জ্বল দৃষ্টান্ত রাখলো উধারবন্দ টিটি ক্লাব। শনিবার ক্লাব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্যগুলি জানালেন কোচ শুভম দাস সহ ক্লাব কর্মকর্তারা। ক্যাডেট এবং জুনিয়র গ্রুপের প্যাডলারদের নিয়ে গত একমাস ধরে প্রশিক্ষণ শিবির চলছে টি টি ক্লাবে। এতদ অঞ্চলের প্যাডলাররা যাতে আরও বেশি অভিজ্ঞতা এবং টেম্পার্টমেন্ট অর্জন করতে পারেন সেজন্য কোচ শুভম শিলিগুড়ি থেকে চার মেয়ে এবং দুজন জুনিয়র লেভেলের ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন। শিলচরের ছয় এবং টিটি ক্লাবের আটজন মিলিয়ে ১৪ জন রয়েছেন প্রশিক্ষণ শিবিরে। শিলিগুড়ির প্যাডলারদের সঙ্গে খেলে স্থানীয়রা যে উপকৃত হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। একমাসব্যাপী এই প্রশিক্ষণ শিবিরের শেষটা দারুণ করার ক্ষেত্রে কোনো খামতি রাখতে চাইছে না টিটি ক্লাব। ছোটমাপের হলেও প্যাডলারদের উৎসাহিত করতে ফ্রাঞ্চাইজি ভিত্তিক দু ‘দিনের একটা প্রতিযোগিতা করবে তারা। ২৪-২৫ জানুয়ারি হবে এই আসর। মোট ২৮ খেলোয়াড়কে ভাগ করা হয়েছে সাতটি দলে। প্রত্যেক দলে থাকবেন চারজন করে প্যাডলার। সেরা তিনটি দলকে পুরস্কৃত করা হবে। দলগুলির স্পনসররা হলেন – সুরঞ্জন শর্মা, সৌমিত্র দেব, পান্নালাল রায়, আজহারুল ইসলাম বড়ভূঁইয়া, শুভাশীষ কর, শ্যামল চন্দ, রূপম ধর।
বরাকে টেবিল টেনিসকে নিছক খেলা থেকে কালচারে রূপান্তর করার ক্ষেত্রে একটা পজিটিভ ভূমিকা রয়েছে উধারবন্দ টি টি ক্লাবের। সেই ধারাকে অদূর ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষপাতী ক্লাব সভাপতি সূর্যকুমার শর্মা। সাংবাদিক সম্মেলনে নিজের সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,’ আমাদের শিবিরগুলিতে প্রশিক্ষণ নিয়ে কয়েকজন প্যাডলার যে জাতীয় স্তরে খেলেছে এটাই টিটি ক্লাবের সবচেয়ে বড় প্রাপ্তি। আশা করি টিটির প্রচার এবং প্রসারে আমাদের এই পথচলা অদূর ভবিষ্যতেও বজায় থাকবে। ‘ টিটি ক্লাব সহ শিলচর ডিএসএ -র কোচ পার্থপ্রতিম দেব বলেন,’ এভাবে টিটির একমাসের ক্যাম্প বরাকে কখনও হয়েছে বলে মনে হয় না। আমাদের এখানে প্রশিক্ষণ নিয়ে দ্বিবিজা আহমেদাবাদে আয়োজিত জাতীয় স্তরের আসরে প্রি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছে, যা সত্যিই গর্বের বিষয়। আগামীতে দিল্লি এবং কলকাতায় এক্সপোজার ট্যুরে পাঠানো হবে প্যাডলারদের। ‘ শিলিগুড়ি থেকে আগত কোচ শুভম দাস বলেন, ‘ আমি আগেও এসেছি এখানে। কিন্তু এখনকার মত ফলাফলটা আগে পাওয়া যায়নি। দ্বিবিজার মত প্যাডলাররা ভবিষ্যতে জাতীয় স্তরে সাফল্য পাবে এই আশা করি।’ সাংবাদিক সম্মেলনে অন্যন্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি বিষ্ণুপদ পাল, সোমনাথ দেব, দিবাকর দেব মজুমদার, কোষাধক্ষ্য সায়ন রায় প্রমুখ। উল্লেখ্য, শিলিগুড়ি থেকে এসে টিটি ক্লাবে প্রশিক্ষণ নিচ্ছেন স্নেহানীতা সাহা, শুভমিতা রক্ষিত, স্নেহা বিশ্বাস, শুভশ্রী গুহ, দীপ ঘোষ এবং স্বাগত সরকার।