অনলাইন ডেস্ক : ইমরান খানের সমর্থকদের ‘রাজনৈতিক জঙ্গি’ বলে অভিহিত করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি । একইসঙ্গে তাঁর দাবি। শুধুমাত্র রাজনৈতিক কারণেই জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে ইমরানকে। দলের নেতার সমর্থনে পিটিআই সমর্থকদের আচরণকে ‘জঙ্গি কার্যকলাপ’ বলে পাক বিদেশমন্ত্রীর দাবি, ওদের সঙ্গে আলোচনা করা একেবারে অর্থহীন। প্রসঙ্গত, ইমরান খানের গ্রেপ্তারির পর দেশজুড়ে বিক্ষোভে ফেটে পড়েন তাঁর দলের সমর্থকরা। ইমরানের মুক্তির পরে একটি জনসভায় বক্তব্য রাখছিলেন বিলাওয়াল। সেখানেই তিনি বলেন, “আমরা সবসময় আলোচনা করে শান্তিপূর্ণ সমাধান করতে চাই। কিন্তু সন্ত্রাসবাদীদের সঙ্গে কি আলোচনা করা যায়? যারা জঙ্গি কার্যকলাপের নিন্দা করে, একমাত্র তাদের সঙ্গেই আলোচনা সম্ভব। রাজনৈতিক জঙ্গিদের থেকে যারা দূরে থাকে, তাদের সঙ্গেই কথা বলে সমস্যা মেটানো যেতে পারে।” ওই জনসভাতেই দেশের বিচারব্যবস্থাকেও তীব্র কটাক্ষ করেন পাক বিদেশমন্ত্রী। প্রসঙ্গত পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও দাবি করেছিলেন, রাজনৈতিকভাবে পক্ষপাতিত্ব করেই জামিন দেওয়া হয়েছে ইমরানকে। জনসভায় বিলাওয়াল বলেন, “রাজনীতির মধ্যে বিচারবিভাগের ঢোকা উচিত নয়। আদালত যেন বিশেষ একটি রাজনৈতিক দলের অন্যতম প্রধান শক্তি হয়ে না ওঠে।” পাকিস্তানের বিচারবিভাগ একেবারে সংকটের মধ্যে রয়েছে বলেই মত বিদেশমন্ত্রীর।