অনলাইন ডেস্ক : পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) শিলচর সার্কেলের কর্মচারীদের উদ্যোগে রবিবার স্পোর্টস মিট অনুষ্ঠিত হয়। স্থানীয় ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই ইভেন্টে সার্কেলের অধীন চার জেলা যথাক্রমে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ও ডিমাহাসাও-এর প্রায় ২০০ জন কর্মী যোগদান করেন। ইভেন্টে ছিল বিভিন্ন ধরনের খেলাধুলো। এর মধ্যে উল্লেখযোগ্য- ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারম, দাবা, টাগ-অব-ওয়ার এবং ফুটবল। চার জেলার কর্মীদের মধ্যে বিভিন্ন নামে দল গঠন করে খেলা সম্পন্ন হয়। সব খেলা শেষে সন্ধ্যায় বিজয়ীদের হাতে ট্রফি ও শংসাপত্র তুলে দেওয়া হয়।
রবিবার সকালে ইনডোর স্টেডিয়ামে এদিনের ইভেন্টের সূচনায় উপস্থিত ছিলেন পিএনবি শিলচর সার্কেলের প্রধান সুদীপ দাস, চিফ ম্যানেজার প্রসূন দাস এবং ম্যানেজার গৌরগোপাল পাল। কর্মচারীদের এই স্পোর্টস মিট-এর পৃষ্ঠপোষকতায় ছিল অল ইন্ডিয়া পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অফিসারস অ্যাসোসিয়েশন। গোটা দিনের ইভেন্টে পরিবারের সদস্যদের নিয়ে ব্যাঙ্কের কর্মচারীদের তৎপরতা ছিল লক্ষণীয়।