অনলাইন ডেস্ক : পশ্চিম ভূখণ্ডে ইজ়রায়েলি সেনার অভিযানে নিহত হলেন ১০ জন প্যালেস্তাইনি। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, ২০০৫-এর পরে পশ্চিম ভূখণ্ডে এত বড় ইজ়রায়েলি হানা হয়নি। ইজ়রায়েলের দাবি, প্যালেস্তাইনি জঙ্গিরা ইজ়রায়েলে বড় ধরনের হামলার ছক কষছিল। জঙ্গিদের খুঁজতেই অভিযান চালানো হয়। জঙ্গি ঘাঁটি থেকেই প্রথমে গুলি চালানো হয় বলেও দাবি তাদের। অন্য দিকে, শুক্রবার জেরুজালেমের একটি সিনাগগে এক বন্দুকবাজের গুলিতে সাত জন ইজ়রায়েলি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন এক ৭০ বছরের বৃদ্ধও। জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও তিন জন। ইজ়রায়েলি সেনার গুলিতে নিহত হয়েছে জঙ্গিও। পশ্চিম ভূখণ্ডের উত্তরে জেনিন শহরের প্যালেস্তাইনি শরণার্থী শিবিরে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় ইজ়রায়েলি সেনা। প্যালেস্তাইনি স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই হামলায় ন’জন নিহত হয়েছেন। অন্তত ২০ জন প্যালেস্তাইনি জখম হয়ে হাসপাতালে বন্দি। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। সারা রাত অভিযান চালিয়ে শুক্রবার ভোর রাতে এলাকা ছাড়ে ইজ়রায়েলি সেনা।