অনলাইন ডেস্ক : জিরিঘাট থানা এলাকার কার্জন বস্তি থেকে ২৭ গ্রাম নেশাজাতীয় হেরোইন সহ এক যুবককে আটক করেছে পুলিশ। ধৃত যুবক জিরিঘাট কার্জন বস্তির লেনা কুকির পুত্র লিংখসাত কুকি বলে জানা গেছে।জিরিঘাট পুলিশের একটি দল শনিবার তার ঘরে তল্লাশি চালিয়ে হেরোইন উদ্ধার সহ ওই যুবককে গ্রেফতার করে। ধৃত যুবকের বিরুদ্ধে জিরিঘাট থানায় মামলা নথিভুক্ত করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।