অনলাইন ডেস্ক : জমি ক্রয়-বিক্রয় নিয়ে কাছাড়ের জেলাশাসক গত ২৯ ডিসেম্বর যে আদেশ জারি করেছেন তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। এই আদেশে বলা হয়েছে এখন থেকে যারা এই জেলায় জমি কিনতে যাবেন তাদের কয়েকটি নথির সঙ্গে নাগরিকত্বের প্রমাণ স্বরূপ ১৯৬৫ সালের ভোটার তালিকার সার্টিফায়েড কপিও দেওয়া বাধ্যতামূলক।
পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত রাজ্যসভা সদস্য তথা শিলচরের প্রাক্তন সাংসদ কাছাড়ের জেলাশাসককে বুধবার এক চিঠি লিখে জানতে চেয়েছেন কোন আইনের বলে এই জেলায় জমি কিনতে হলে ক্রেতাকে ১৯৬৫ সালের ভোটার তালিকার সার্টিফাইড কপি দিতে হবে। সুস্মিতা চিঠিতে উল্লেখ করেছেন, যদি তা বাধ্যতামূলক হয় তাহলে সরকারের কোন আদেশবলে এই কঠোর শর্ত আরোপ করা হয়েছে, তা জানানো হোক। জেলা প্রশাসন যদি তা জানাতে ব্যর্থ হয় তাহলে ধরে নেওয়া হবে এটি স্বেচ্ছাচারী ও অবৈধ আদেশ। উল্লেখ্য, জমি কেনার ক্ষেত্রে জেলাশাসক যে শর্তাবলী আরোপ করেছেন তার ৫ নম্বর তালিকায় উল্লেখ করা হয়েছে ১৯৬৫ সালের ভোটার তালিকার কথা।