অনলাইন ডেস্ক : চিনের রাজধানী বেজিং এর আশেপাশের পাহাড়ে বন্যায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এছাড়া আরও ২৭ জন নিখোঁজ রয়েছে। কয়েক দিনের ভারী বৃষ্টিতে ট্রেন স্টেশনগুলো বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। কিছু লোককে স্কুলের জিমে সরিয়ে নেওয়া হয়েছে। বাড়িঘর ডুবে গেছে এবং রাস্তাঘাট ভেঙে গেছে।
বন্যার জলে আটকে পড়া একটি ট্রেন স্টেশন থেকে যাত্রীদের উদ্ধার করতে ৪টি সামরিক হেলিকপ্টার পাঠানো হয়েছে। ২৬ সেনা সদস্যের একটি দল উদ্ধারকাজে সহায়তা করছে। সরবরাহ করা হচ্ছে প্রয়োজনীয় খাবার ও ওষুধ। তবে আরেকটি টাইফুন ‘খানুন’ চিনের পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসছে।
মৌসুমী বন্যা প্রতি গ্রীষ্মে চিনের বড় অংশে আঘাত হানে, বিশেষ করে আধা-ক্রান্তীয় দক্ষিণে।