অনলাইন ডেস্ক : সরকারি আমলা ও কর্মচারীদের দুর্নীতি বন্ধ করতে মুখ্যমন্ত্রীর কঠোর মনোভাব সত্বেও রাজ্যে অবাধে চলছে দুর্নীতি। বিশেষ করে রাজ্যের রাজস্ব সার্কলগুলিতে একের পর এক লাট মন্ডল বা পাটোয়ারি গ্রেফতার হবার পরও টনক নড়ছে না দুর্নীতিপরায়ণ আমলা-কর্মচারীদের। শনিবার লখিমপুরের নারায়ণপুর রাজস্ব চক্র কার্যালয়ের এক লাট পাটোয়ারি ঘুষ নিতে গিয়ে নিজের বাড়িতেই হাতেনাতে ধরা পড়েছেন। ধৃত পাটোয়ারির নাম দুলাল চন্দ্র বানিয়া।
এর আগে গত ২০ সেপ্টেম্বর লখিমপুর জেলায় আরও এক লাটমন্ডল ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। ধৃত লাট মন্ডলের নাম হেমেন্দ্র বরা বলে জানা গেছে। তিনি জমির নামজারি করার নামে এক ব্যক্তির কাছে এক লক্ষ টাকা দাবি করেছিলেন। দাবিমত অনলাইনে ইউপিআই মারফত পঞ্চাশ হাজার টাকা আদায়ও করে নেন। দ্বিতীয় কিস্তির টাকা দেবার আগে দুর্নীতি নিবারক সংস্থাকে লিখিতভাবে জানান অভিযোগকারী। অভিযোগের ভিত্তিতে জাল পেতে নগদ পঞ্চাশ হাজার টাকা গ্রহণের সময়ে ওই লাট মন্ডলকে হাতেনাতে পাকড়াও করা হয়।
উল্লেখ্য, রাজ্যের রাজস্ব চক্র ও ভূ-বাসন কার্যালয়গুলিতে জমি ক্রয়-বিক্রয় এবং নামজারি করতে গিয়ে আমজনতার হয়রানি এখন সাধারণ নিয়ম হয়ে দাড়িয়েছে।