অনলাইন ডেস্ক : অরুণাচল প্রদেশে অসমের এক ট্রাক চালককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই রাজ্যের সীমান্ত মাদুরিপাথার আলিকাশ গ্রামে চাপা উত্তেজনা বিরাজ করছে। ২২ আগস্ট মাদুরিপাথার আলিকাশ গ্রামের সঞ্জয় নাথ (২৫) এএস ১৮ সি ৪৭৪১ নম্বরের ট্রাকে ইট বোঝাই করে অরুণাচল প্রদেশের আপার সোভনসিরি জেলার জেলিম যাওয়ার পথে একটি সাদা বোলেরোতে চারজনের একটি দল তাকে আক্রমণ করে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। নিহতের পরিবারের সদস্যরা স্থানীয় গ্রুপ ও ট্রাক চালক সমিতির উদ্যোগে লিকাবালি থানায় অভিযোগ দায়ের করে পুলিশ তদন্তে এক নারীসহ চার আসামিকে গ্রেফতার করে। তারা হত্যার কথা স্বীকার করে। মৃতদেহ পুতে রেখেছে বলে জানায়। সোভনশিরি নদীর বালির নিচ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাতেই লাশ বাড়িতে নিয়ে আসা হয়।
পরিবারের একমাত্র উপার্জনকারী সঞ্জয় নাথের পরিবার অসম-অরুণাচল সরকারের কাছে এককালীন আর্থিক সহায়তা দেওয়ার জন্য আবেদন করেছে। দাপোরিজু পাকুম কলোনির টাবু ডনি নামে মাস্টার মাইন্ড ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছে। তারা অরুণাচল সরকারকে দোষীদের শাস্তি দেওয়ার জন্য এবং আইনি ফাঁকফোকর দিয়ে যাতে পালাতে না পারে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। অন্যথায়, তারা অরুণাচল সরকারের বিরুদ্ধে সীমান্তে দৃঢ়ভাবে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন।