অনলাইন ডেস্ক : বেশ কিছুদিন ধরে এআইইউডিএফ দলে কার্যত কোণঠাসা সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। গত লোকসভা নির্বাচনের পর থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। ফলে তিনি এবার কংগ্রেসে ফেরার চেষ্টা চালাচ্ছেন বলে খবর রয়েছে রাজনৈতিক মহলে। কিন্তু এখনই করিমউদ্দিন ওরফে সাজুর কংগ্রেসে যোগদানের সম্ভাবনা নেই। কারণ সেই পথ রুদ্ধ করে দিয়েছে খোদ প্রদেশ কংগ্রেস। ধলাই কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া উপলক্ষে শিলচরে এসে একথা স্পষ্ট করে দিয়েছেন এপিসিসি সভাপতি ভূপেন বরা। অবশ্য একথা বলতে গিয়ে সাজুর নামোচ্চারণ না করেও তিনি বিজেপি বা এআইইউডিএফের কোনও বিধায়কের সঙ্গেই কংগ্রেসে যোগদানের ব্যাপারে আলোচনা চলছে না বলে জানিয়ে দেন। পাশাপাশি আগামী দিনেও এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন ভূপেন।
মঙ্গলবার শিলচর ইন্দিরা ভবনে সোনাই বিধানসভা কেন্দ্রের বেশ কিছু লোক দফায় দফায় কংগ্রেসে যোগ দিয়েছেন। এরই মধ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাজু সংক্রান্ত মন্তব্য করেছেন এপিসিসি সভাপতি। ফলে সাজু কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে সোনাইর রাজনীতিতে যে চর্চা চলছে, তাতে প্রদেশ কংগ্রেস সভাপতি কার্যত জল ঢেলে দিলেন। জানা গেছে, গত কয়েকদিনে বেশ কয়েকজন এআইইউডিএফ সমর্থক তথা সাজুর অনুগামী কংগ্রেসে নাম লিখিয়েছেন। এদের মধ্যে সাহিন আহমদ লস্কর, রাঙ্গিরঘাটের জাকির লস্কর, কচুদরমের কাদির আহমেদ লস্কর রয়েছেন। আরও অনেকে কংগ্রেসে যোগ দেওয়ার অপেক্ষায়। এমন পরিস্থিতিতে সোমবার সোনাইর বেশ কিছু যুবককে গাড়ি ভর্তি করে ইন্দিরা ভবনে নিয়ে আসেন সোনাই যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি ইজাজ হোসেন লস্কর। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবাইর এনাম এদের দলে স্বাগত জানান।
এদিকে মঙ্গলবার সোনাই ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বড়ভূঁইয়া একইভাবে ১৫২ জন লোককে এনে কংগ্রেসে যোগদান করান। শ্যামাচরণ হলের মঞ্চে ভূপেন বরা, দেবব্রত শইকিয়া, মিসবাহুল ইসলাম লস্কর, অজিত সিং, অভিজিত পাল থেকে শুরু করে এপিসিসি, জেলা কংগ্রেস এবং সোনাই ব্লক কংগ্রেসের সবাই উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠান শেষে সবাই তখন ভিআইপি কক্ষে বসে ধলাইয়ে কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থের জন্য অপেক্ষা করছিলেন। তখনই সংবাদ মাধ্যমের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ভূপেন বরা। এর আগে বিধানসভায় বিরোধী দলপতি দেবব্রত শইকিয়াও বলেছেন, সাজু কংগ্রেসে যোগদান করছেন বলে কোনও খবর তাঁর কাছে নেই। এ ব্যাপারে কংগ্রেসে এযাবৎ কোনও আলোচনাও হয়নি বলে তিনি উল্লেখ করেন।