About Us

চেনা চৌহদ্দি থেকে দেশ-দুনিয়ার জানা-অজানা স্থানের খবর সাদা কাগজে কালো ছাপার অক্ষরে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার আর্তি-ই সাময়িক প্রসঙ্গ পত্রিকার জন্মের পেছনে কাজ করেছিল। একইভাবে যুগের সঙ্গে তাল মেলানোর পেছনেও কাজ করে প্রাণের একটা তাগাদা। কেননা, ‘সাময়িক প্রসঙ্গ’ সেই ভাবনার বাইরে নয়। তাই সেই সাতের দশকে অর্থাৎ ১৯৭৮ খ্রিস্টাব্দের ১৫ এপ্রিল সাময়িক প্রসঙ্গ পত্রিকার পথচলা শুরু পাক্ষিক পত্রিকারূপে। মাত্র তিন বছরের মধ্যেই পাক্ষিক থেকে সাপ্তাহিক এবং দশবছর পর অর্থাৎ ১৯৯১ খ্রিস্টাব্দে অর্ধ সাপ্তাহিক হিসেবে পত্রিকাটির কলেবর বৃদ্ধি ঘটে। সঙ্গে বাড়তে থাকে পাঠকদের গ্রহণযোগ্যতা। পরে সমাজের বিভিন্ন শ্রেণি বিশেষত বৌদ্ধিক মহলের পরামর্শ ও উপদেশ নিয়ে বৃহত্তর পাঠকসমাজকে এবং তাঁদের চাহিদার প্রতি সম্মান জানিয়ে একদশক পর এই শতকের শুরুর দিকে অর্থাৎ ২০০৩-এর ১১ মে সাময়িক প্রসঙ্গ পত্রিকাটি স্বতন্ত্র ধারার চরিত্র নিয়ে একটিপূর্ণাঙ্গ দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। কিছুদিনের মধ্যেই সাদাকালো থেকে রঙিন কলেবরে প্রকাশিত হয়ে আজও সাময়িক প্রসঙ্গ তার স্বতন্ত্র ধারা বজায় রেখে চলছে বলে প্রচার সংখ্যাও দিন দিন বাড়ছে। বিস্তৃত কভারেজ ও তথ্যনিষ্ঠ খবর পরিবেশন, বস্তুনিষ্ঠ লেখনী, রাজনীতি-খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতি, স্বাস্থ্য-বিজ্ঞান, সুস্থ, বিনোদন ছাড়াও বিশেষ পাতার আক্ষরিক বিশেষত্ব এবং পাঠকদের মতামত প্রকাশের পরিসর মিলিয়ে আজকের নিরিখে বেড়েই চলেছে সাময়িক প্রসঙ্গের গ্রহণযোগ্যতা।
এই স্বতন্ত্রতা ও বিশেষত্বের সুবাদে বৃহত্তর পাঠকমহলের তরফে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে নেটদুনিয়ায় সাময়িক প্রসঙ্গের সংস্করণের আবদার বহুদিনের। তাঁদের সেই আন্তরিক চাহিদাকে মর্যাদা দিয়েই ২০২২-এর ১৫ আগস্ট স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তির অবকাশে নেট-নাগরিকদের জন্য যাত্রা শুরু হয় সাময়িক প্রসঙ্গ অনলাইন নিউজ পোর্টাল। সেই সুবাদে মুদ্রণ মাধ্যমের অনলাইন সংস্করণ বা ই-পেপার ছাড়াও দেশবিদেশে ছড়িয়ে থাকা সাময়িক প্রসঙ্গের অগুনতি পাঠকের জন্য এবার রইল ডিজিটাল সংস্করণ। যে কোনও ঘটনা সংগঠিত হওয়ার পর পরই মুঠোফোনে সেই খবর পড়তে পারবেন সম্মানিত গ্রাহক ও পাঠকেরা। সব খবর সবার আগে পৌঁছে দেওয়ার ইদুর দৌড়ে না গিয়েও আমরা চেষ্টা করব সঠিক খবর নিরপেক্ষভাবে প্রতিনিয়ত পৌঁছে দিতে।
নয়া কলেবরে সাময়িক প্রসঙ্গের এই পথচলায় পত্রিকা পরিবারের প্রতি সম্মানিত পাঠকদের শুভেচ্ছা ও আশীর্বাদ প্রার্থনীয়। 

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?