অনলাইন ডেস্ক : বড়খলার রায়পুরে বরাক নদীতে গাড়ি গড়িয়ে পড়ে দুই আরোহী হেলি বেগম বড়ভূঁইয়া (২১) ও তার ১৩ মাস বয়সী শিশু কন্যা জন্নত বেগমের মৃত্যুর ঘটনায় পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। হেলি বেগমের স্বামী রইস উদ্দিনকে পুলিশ বর্তমানে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
মঙ্গলবার রাতে ঘটনার পর নদীতে গড়িয়ে পড়া অল্টোকারের চালকের আসনে থাকা রইস উদ্দিনকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছিল মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার মেডিকেল থেকে তাকে “রিলিজ” করা হয়। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। পুলিশ এই মুহূর্তে খুব একটা মুখ খুলতে রাজি না হলেও ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে এখনও চর্চা থেমে নেই। রইস উদ্দিন পত্নী ও শিশু সন্তানকে নিয়ে রামনগরে চিকিৎসকের কাছে গিয়েছিলেন বলে বয়ান দিয়েছেন। তার বয়ান অনুযায়ী চিকিৎসককে দেখিয়ে গাড়িতে করে বাড়ি ফেরার পথে ঘটে যায় দুর্ঘটনা। যদিও রামনগরে তিনি কোন চিকিৎসককে দেখানোর জন্য শিশুকন্যাকে নিয়ে গিয়েছিলেন তা জানা যায়নি।