অনলাইন ডেস্ক : ফের সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো বদরপুর থানা এলাকার বদরপুর সুপার কাউন্টার সংলগ্ন এলাকায়। ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার রাত্রে ১০. ৩০ নাগাদ ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে বদরপুর খাদিমানের বছর ৪৫ এর সুমন কর্মকার নিজের জেএইচ ২২ এ ৭১৩১ নাম্বারের বাইক নিয়ে বাড়িতে যাওয়ার সময় জাতীয় সড়কে বাইকের টায়ার স্লিপ করে জাতীয় সড়কে লুটে পড়েন এই সময় অন্য দিকে থেকে আশা একটি লরির চাকার উপর তার মাথা লেগে গুরুতর জখম হন সুমন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বদরপুর থানার ট্রাফিক ইনচার্জ ।সঙ্গে সঙ্গে গুরুতর জখম অবস্থায় শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান। বাইক ও লরি আটক করে থানায় নিয়ে আশে পুলিশ।