অনলাইন ডেস্ক : শিলচরে সুপার ডিভিশন ক্রিকেট শুরু হতে পারে ২ জানুয়ারি থেকে। শুক্রবার অনুমোদিত ক্লাব গুলির প্রতিনিধিদের নিয়ে ক্রিকেট শাখার সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেট সচিব নিরঞ্জন দাস জানান, ইন্ডিয়া ক্লাবের মাঠ পাওয়া গেলে ডিসেম্বরেই হতে পারে দ্বিতীয় এবং তৃতীয় বিভাগীয় ক্রিকেট।