অনলাইন ডেস্ক : সোমবার দুপুরে ৩০৬ নং শিলচর আইজল সড়কের কাজিডহর তৃতীয় খণ্ডের মেনিপুর তেমাথায় জলবাহী ট্যাঙ্কারের সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কায় অনিত সিং চৌহান নামে যুবকের ঘটনাস্থলে মৃত্যু ঘটে। বাইকের পেছনে থাকা বড় ভাই চমন সিং চৌহানের অবস্থা ও সংকটজনক। তাদের বাড়ি মেনিপুর প্রথম খণ্ডে। পিতার নাম চম্পালাল চৌহান। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা জণ্ডু কনষ্ট্রাকশনের জলের ট্যাঙ্কার বাইক মুখোমুখি বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় জনতা জাতীয় সড়ক অবরোধ করেন। ঘন্টাখানেক পর জেলা পুলিশসুপার কে নিয়ে সরজমিনে পৌছান সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া। ন্যায়বিচার ও ক্ষতিপুরনের আশ্বাস দিয়ে সড়ক অবরোধমুক্ত করেন তারা। স্থানীয়দের অভিযোগ, মেনিপুরের গ্রামীন রাস্তা দিয়ে নিত্য চলাচল করে দশ চাক বারো চাকার লরি। তারা এই সড়কে লরি চলাচল বন্ধের জোর দাবি ও জানিয়েছেন। এদিকে রবিবার রাত নাড়ে ন টা নাগাদ সোনাই ঝুলনপুল পুর্ত সড়কের বেরাবাক এলাকায় করিম উদ্দিন বড়ভুইয়া (৩৫) নামে এক যুবক কে ধাক্কা মেরে পালিয়ে যায়। জানাগেছে,তার বাড়ি কাজিডহর প্রথম খণ্ডে। কিছুক্ষন পরে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ও শেষ রক্ষা হয় নি । রাতে প্রান হারন তিনি। সোমবার এশার নামাজের পরে তার জানজার নামজ অনুষ্ঠিত হয়। জানাাগেছে পুলিশ ঘটনার তল্লাশী চালাতে ধরপাকড় শুরু করেছে। সন্দেহজনকভাবে পুলিশ একটি অটো আটক করে চালক কে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।