অনলাইন ডেস্ক : কবরের মাটি খোঁড়ার সময় পাকড়াও করা হলো এক ব্যক্তিকে। ঘটনাস্থল শিলচর শহরের অদূরবর্তী উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খন্ড। অজিব উদ্দিন (৫২) নামে শিলডুবি প্রথম খন্ডের বাসিন্দা ওই ব্যক্তিকে সমঝে দেওয়া হয় পুলিশের কাছে। এই ঘটনায় জড়িয়েছে এলাকার বাসিন্দা ইসমাইল আলী লস্কর ওরফে সাদ্দাম নামে এক তান্ত্রিকেরও। সন্দেহ করা হচ্ছে, তন্ত্র মন্ত্রের জন্য কবর খুঁড়ে মৃতদেহ উঠানোর চেষ্টা চালানো হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর মৃত্যু ঘটে এলাকার বাসিন্দা ফকর উদ্দিন লস্কর নামে এক ব্যক্তির। তার মৃতদেহ কবরস্থ করা হয় এলাকার কবরস্থানে। মঙ্গলবার সন্ধ্যায় অজিব উদ্দিন ও তান্ত্রিক সাদ্দাম মিলে ফকর উদ্দিনের কবরের মাটি খুঁড়ছিলেন বলে অভিযোগ। অভিযোগ অনুযায়ী, ফকর উদ্দিনের এক ছেলে পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় দুজনকে কবরের মাটি খুঁড়তে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তখন আশপাশের লোকেরা এগিয়ে এলে অজিব ও সাদ্দাম পালাতে শুরু করেন। সাদ্দাম পালিয়ে গেলেও অজিবকে পাকড়াও করা হয়। তাকে পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে সমঝে দেওয়া হয় পুলিশের কাছে।
ধরা পড়ার পর অজিব এলাকাবাসীকে জানিয়েছেন,তার রোগের চিকিৎসার জন্য তান্ত্রিক সাদ্দামের কাছে এসেছিলেন। সাদ্দামের নির্দেশে কবরের মাটি নিয়ে যাওয়ার জন্য তিনি খোঁড়াখুড়ি করছিলেন। যদিও এলাকাবাসীর সন্দেহ, মাটি নয় তন্ত্র-মন্ত্রের জন্য মৃতদেহ উঠানোর চেষ্টা চালানো হয়েছিল।
মৃত ফকর উদ্দিনের ছেলে বদরুল আহমদ লস্কর সহ এলাকার অন্যান্য বাসিন্দারা জানিয়েছেন, বছর দেড়েক আগে ওই এলাকার কবরস্থান থেকে এক মহিলার মৃতদেহ উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের সন্দেহ অজিব এবং বদরুলরাই ঘটিয়েছেন সেই ঘটনা। তারা আরও জানান, অজিব বেশ কিছুদিন ধরে থাকছিলেন তান্ত্রিক সাদ্দামের বাড়িতে। এই ঘটনা নিয়ে তারা উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন।