অনলাইন ডেস্ক ::পারদটা উঠানামা করছিলো বেশকিছুদিন ধরেই। তবে এই সপ্তাহে ধৈর্য্যের এলওসি অতিক্রম করে ফেলল গরম। শিক্ত শরতেও ৩৫-৪০- র কাছাকাছি চলে যাচ্ছে এই প্যারামিটার। বৃহস্পতিবার আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী তাপমাত্রা গিয়ে পৌঁছেছিল ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেডে। আর আদ্রতার মাত্রা এতই বেশি ছিল যে তা মনে হয়েছে ৫২-৫৪ ডিগ্রি সেন্টিগ্রেডের মত। এই ধারা আগামী মঙ্গলবার অবধি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তীব্র গরমে বর্তমানে হাঁসফাঁস অবস্থা শিলচরবাসীর। বিশেষ করে পুজোর মরশুমে কেউই দিনের বেলা কেনাকাটায় বের হতে পারছেন না। রাতেও একই হাল। গরমের পারদ নামার নাম করছে না। সেইসঙ্গে দাবদাহের দরুণ অসুস্থ লোকের সংখ্যাও বাড়ছে। পেটের রোগ, জ্বর, ডি হাইড্রেষণ ইত্যাদি সমস্যা নিয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছেন।