অনলাইন ডেস্ক : অভিযোগের পাহাড় জমে গিয়েছিলো। আসছিলেন আর যাচ্ছিলেন, কেউ বিন্দুমাত্র পাত্তা দিচ্ছিলো না। রাগে অবসাদে শেষ অবধি সেই শোরুমই জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন গ্রাহক। যেমন চিন্তা তেমনি কাজ। পেট্রল ঢেলে ‘ ওলা ‘ শোরুমে আগুন ধরিয়ে দেন সেই ২৬ বছরের গ্রাহক। লোকটাকে গ্রেফতারের পাশাপাশি অগ্নি নির্বাপক দলকে খবর দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ১০ সেপ্টেম্বর। উত্তর কর্নাটকের কালাবুরাগীতে।
বিবরণে প্রকাশ গত ২৮ আগস্ট মোহাম্মদ নাদিম নামে এক যুবক একটি ‘ ওলা ‘ ইলেকট্রিক স্কুটি ক্রয় করেন। কিন্তু ক্রয়ের কিছুদিনের মধ্যেই এতে সমস্যা দেখা দেয়। যুবকটি শোরুমে গেলেও কর্মীরা স্কুটিটি ঠিক করতে পারছিলেন না। এছাড়াও নাদিমকে এবিষয়ে কটূক্তিও শুনতে হয়েছে বলে অভিযোগ। রাগে অভিমানে গত ১০ সেপ্টেম্বর পেট্রল দিয়ে সেই শোরুমে আগুন লাগিয়ে দেন সেই গ্রাহক। আগুনে শোরুমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কতৃপক্ষ প্রথমে শর্ট সার্কিট থেকে আগুনের সন্দেহ করলেও সিসিটিভি এবং পুলিশের তদন্তে সব সত্য বেরিয়ে আসে।