অনলাইন ডেস্ক : কাটাখাল শালচাপড়া এলাকায় আবার ও সড়ক দুর্ঘটনা। একটি আল্ট্রা বাস এবং একটি এল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই মৃত্যু হয় পাঁচগ্ৰামের এক তরতাজা যুবকের। তার নাম কুমার গৌরব দেব বয়স ৩৭ । সে পেশায় একজন পঞ্চায়েতের জি আর এস।জানা যায় ঘটনা স্থলেই মৃত্যু হয় ওই যুবকের। স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে কালীনগর সরোজিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার জন্য স্থানীয়রা জেলা প্রশাসন কে দায়ী করেন। রাস্তার বিভিন্ন স্থানে স্থানে রয়েছে গর্তের মিছিল ।
স্থানীয়রা সংবাদ মাধ্যম কে জানান,শিলচর করিমগঞ্জ ৩৭ নং জাতীয় সড়কের কাঁটাখাল নতুন ব্রিজ ,সাদ্দামপাড়া এলাকার রাস্তার সাইডে গাছপালা জঙ্গল হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ মেরামতের অভাবে বরাক উপত্যকার জাতীয় সড়ক মরণ-দশায় পরিণত । জাতীয় সড়কের সংস্কারের অভাবে একের পর এক পথ দূর্ঘটনা ঘটছে। একের পর এক প্রান নাসের দূর্ঘটনায় নাজেহাল হচ্ছে নিত্য পথযাত্রী। কে নেবে সেই মৃত্যুর ভার? সেই সব অহরহ পথ দূর্ঘটনার জন্য দায়ী পূর্ত বিভাগ সহ জেলা প্রশাসন ,অভিযোগ স্থানীয়দের। এদিকে কালীনগর হাসপাতাল চত্ত্বরে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলার অতিরিক্ত জেলা শাসক ত্রিদিব রায়। স্থানীয়রা এডিসির কাছে কালীনগর এলাকাতে রাস্তার পাশে থাকা গাছপালা কেটে ফেলার দাবি জানান।