অনলাইন ডেস্ক : উধারবন্দে বিজেপির সদস্য ভর্তি অভিযানকে সামনে রেখে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন দলের রাজ্য কমিটির সম্পাদক কনাদ পুরকায়স্থ। এই ঘটনায় “শো-কজ”করা হলো দলের ছয় কর্মকর্তাকে।
“শো-কজ”করা হয়েছে উধারবন্দ মণ্ডল বিজেপির সভাপতি নবারুণ চক্রবর্তী, সম্পাদক
প্রদ্যুৎ (রূপন) চক্রবর্তী, দুই শক্তিকেন্দ্র প্রমুখ মৃণাল ভট্টাচার্য ও দীপক ভট্টাচার্য, কিষান মোর্চার সভাপতি মিলন রায় ও সোশ্যাল মিডিয়া ইনচার্জ অসীম চক্রবর্তীকে। দলের জেলা সভাপতি বিমলেন্দু রায় সোমবার এই ৬ জনের নামে ইস্যু করেছেন “শো-কজ” চিঠি। ৭ দিনের মধ্যে তাদের “শো-কজ”-এর জবাব দিতে বলা হয়েছে । প্রসঙ্গত ২৭ আগস্ট উধারবন্দ বিজেপি কার্যালয়ে দলের সদস্য ভর্তি অভিযানের মণ্ডল ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছিল। দলের সদস্য ভর্তি অভিযানের বরাক উপত্যকা জোনের ইনচার্জ কনাদ পুরকায়স্থ ওই কর্মশালায় যোগ দিতে গেলে দলীয় একাংশ কর্মী তার নামে “গো-ব্যাক” ধ্বনী দেন। ওই কর্মীরা সঙ্গে জানিয়ে দেন কনাদ পুরকায়স্থ উপস্থিত থাকলে তারা কর্মশালায় যোগ দেবেন না। এই পরিস্থিতিতে কনাদ সেখান থেকে চলে যান।
ঘটনার পর দলের বিভিন্ন মহলে চর্চা শুরু হয়, এর পেছনে হাতে রয়েছে নবারুণ চক্রবর্তীর। কারণ ২০২৬ এর বিধানসভা নির্বাচনে উধারবন্দ আসনে দলীয় টিকিটের জন্য কনাদ পুরকায়স্থ এক শক্ত দাবীদার। এর পাশাপাশি টিকিটের জন্য আগ্রহী নবারুণ চক্রবর্তীও। এসব চর্চার সূত্র ধরে শৃঙ্খলা ভঙ্গ নিয়ে দলের বিভিন্ন মহল থেকে কড়া ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।তাই এবার “শো-কজ” করা হয়েছে নবারুণ সহ দলীয় ছয় কর্মকর্তাদের। এবার তারা এর কি জবাব দেন, দেখার বিষয় তা-ই।