অনলাইন ডেস্ক : সোমবার সকালে লক্ষীপুর পুলিশ থানা এলাকার শ্রিবার গাও পঞ্চায়েতের অধীন কাঙ্গালী বস্তির চিরি নদী থেকে স্বামী স্ত্রী র মৃতদেহ উদ্ধার।সোমবার সকালে কাঙ্গালী বস্তির চিরি নদীতে ভাসমান অবস্থায় দুটি লাশ দেখতে পান স্থানীয় জনগণ। সঙ্গে সঙ্গে স্থানীয়রা লক্ষীপুর পুলিশে খবর দেন। ঘটনাস্থলে কিছু সময় পরে এসে উপস্থিত হয় লক্ষীপুর পুলিশের দল। লক্ষীপুর পুলিশ খবর দেয় এসডিআরএফ বাহিনীকে। তারা এসে নদীতে ভাসমান দুটি মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ খবর নিয়ে জানতে পারে যে জয়পুর থানাধীন লেদিয়াছড়া চা বাগানের দিনমজুর জঙ্গু কল ও তার স্ত্রী অঞ্জনা কল – র মৃতদেহ। গত শনিবার বিকেলে তারা জয়পুর কামরাঙ্গা গ্রামের চিরি নদীর ঘাটে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। জঙ্গু কল এবং তার স্ত্রী অঞ্জনা কল জয়পুর থানাধীন কামরাঙ্গা গ্রামে চির নদীর ঘাটে দিনমজুরের কাজ শেষ করে স্নান করতে নেমেছিল। অঞ্জনা কল হঠাৎ করে পা পিছলে নদীতে পড়ে তলিয়ে যায়। অঞ্জনা কল তলিয়ে যাওয়া দেখে তার স্বামী জঙ্গু কল স্ত্রীকে বাঁচানোর জন্য নদীতে ঝাপ দেন, তখন সেও নদীর জলের প্রবল স্রোতে তলিয়ে যায়। তখন থেকে নিখোঁজ স্বামী-স্ত্রী । দুদিন পর তাদের মৃতদেহ চিরি নদীর কাঙ্গালী বস্তিতে ভাসমান অবস্থায় দেখা যায়। পরিবারের লোকদেরকে পুলিশ খবর পাঠায়। পরিবারের লোকরা এসে মৃতদেহ অঞ্জনা কল এবং জঙ্গু কলের বলে শনাক্ত করেন। এস ডি আর এফ বাহিনীর সাহায্যে মৃতদেহ নদী থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। লেদিয়াছড়া চা বাগানের দিনমজুর দম্পতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চা বাগানে শোকের আবহ তৈরি হয়।