অনলাইন ডেস্ক : বহু প্রতীক্ষিত জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহ ও ভবনের কাজে গতি আনার নির্দেশ দিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার নির্মীয়মান জেলা গ্রন্থাগার ভবন পরিদর্শন করেন তিনি। কথা বলেন নির্মাণ সংস্থা গণপতি কনস্ট্রাকশন-র কর্মকর্তাদের সঙ্গে। কথা প্রসঙ্গে তাঁদের আশ্বস্ত করে দীপায়ন বলেন, বিধানসভা অধিবেশন শুরু হবে ২২আগস্ট থেকে। সেই অধিবেশনে নির্মাণ সংস্থার বকেয়া বিল দ্রুত মিটিয়ে দেওয়ার ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনা করবেন। প্রয়োজনে কথা বলিয়ে দেবেন নির্মাণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও। তাছাড়া বিধায়ক হিসেবে তাঁর পক্ষে যতটুকু সম্ভব, করবেন। মোটকথা, অর্থের অভাবে যাতে কাজের গতি মন্থর না হয়, সে দিকে নজর দিতে বলেন দীপায়ন। নির্মাণ সংস্থার পক্ষে সঞ্জয় খেমানি জানান, ইতিমধ্যে ৪৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। কাজের এই গতি বাধাপ্রাপ্ত না হলে ২০২৫-র ডিসেম্বরে-ই শিলচরে মাথা উঁচু করে দাঁড়াবে সুরম্য বহুতল জেলা গ্রন্থাগার ভবন ও প্রেক্ষাগৃহ।২০২০ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর জেলা গ্রন্থাগার ভবন ও প্রেক্ষাগৃহের কাজ শুরু ২০২১ সালের ফেব্রুয়ারিতে। এর আগেই অবশ্য বয়সের ভারে জরাজীর্ণ পুরনো জেলাগ্রন্থাগার ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। এবং সেই জায়গায় একটি বহুতল সুরম্য ‘অডিটোরিয়াম কাম ডিস্ট্রিক্ট লাইব্রেরি’ গড়ে তোলার উদ্যোগ নেয় রাজ্যসরকার। ২০১৮-১৯ অর্থবছরে বরাদ্দ হয় ২৯ কোটি ৪৩ লক্ষ টাকা। পরবর্তীতে বিল্ডিংয়ের প্ল্যান এস্টিমেট কিছুটা সংশোধন করা হলে বাজেট কমে দাঁড়ায় ২৫ কোটি ৯০ লক্ষ টাকায়। ৩.৬৪ বিঘা জমির ওপর শুরু হয় ভবন গড়ে তোলার কাজ। নকশা অনুযায়ী গ্রাউন্ড ফ্লোরে রাখা হয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। ১০৫০ আসনের প্রেক্ষাগৃহ, স্টেজ, ড্রেসিং রুম, গ্রন্থাগার থাকছে ফার্স্ট ফ্লোরে। থাকবে কনফারেন্স হল, সিনেপ্লেক্স সহ অন্যান্য সুবিধাও। সবমিলিয়ে একটি অত্যাধুনিক দৃষ্টিনন্দন জেলা গ্রন্থাগার ভবন ও প্রেক্ষাগৃহ গড়ে উঠবে শহরে।দীপায়ন জানান, পুরনো জেলা গ্রন্থাগার ভবন ও প্রেক্ষাগৃহটি গুঁড়িয়ে দেওয়ার পর শিলচরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জায়গা নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে বিভিন্ন সংগঠন। এদিকে, নির্মাণ সংস্থার বিল বকেয়া পড়ে থাকায় কাজের গতিও কিছুটা মন্থর হয়। এমন পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রী রণজ পেগু সম্প্রতি শিলচর সফরে এলে তাঁর কাছে বিষয়টি তুলে ধরা হয়। পরে দিসপুরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে নির্মাণ সংস্থাকে ২ কোটি ৮০ লক্ষ টাকা মিটিংয়ে দেন শিক্ষামন্ত্রী। দীপায়ন বলেন,শিলচরে জেলা গ্রন্থাগার ভবন ও প্রেক্ষাগৃহ নির্মাণের ব্যাপারে মুখ্যমন্ত্রী সব ধরনের সহযোগিতা করছেন। তিনি আশাবাদী, নির্মাণ সংস্থার সমস্যা মিটিয়ে যথাসময়ে কাজ সম্পন্ন করার উদ্যোগ নেবেন মুখ্যমন্ত্রী।