সাময়িক প্রসঙ্গ অনলাইন ডেস্ক
শিলচর : শিলচরে মঙ্গলবার ২০০৪ সালে ধেমাজি বোমা কান্ডে নিহত শহিদদের স্মরণ করে শোক দিবস পালন করা হয়। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এই উপলক্ষে নির্মিত অস্থায়ী শহিদ বেদীতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান অতিরিক্ত উপায়ুক্ত পঙ্কজ ডেকা, আধিকারিক ও কর্মচারীরা। এছাড়া আধিকারিক ও কর্মচারীরা শান্তি সম্প্রীতি সামাজিক শৃঙ্খলা মূল্যবোধ ইত্যাদির সহাবস্থান সুদৃঢ় করতে শপথ বাক্য পাঠ করানো হয়। অতিরিক্ত উপায়ুক্ত পঙ্কজ ডেকা এই শপথ বাক্য পাঠ করানl জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায় অন্যান্যদের মধ্যে এতে অংশ নেন। এ উপলক্ষে জেলার সকল সরকারি/বেসরকারী প্রতিষ্ঠানসমূহে ভারত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়l
এদিন করিমগঞ্জেও শোক দিবস পালন করা হয়েছে। করিমগঞ্জের জেলাশাসক কার্যালয় সহ জেলার প্রতিটি কার্যালয়ে ধেমাজিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সন্ত্রাসবাদীদের বোমা বিস্ফোরণে নিহত পুরুষ, মহিলা ও নিষ্পাপ শিশুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ১১ টায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি সর্বশক্তি দিয়ে সন্ত্রাসবাদ ও হিংসার বিরোধিতা করে অহিংসা ও সহিষ্ণুতার শপথ গ্রহণ করা হয়। এই দিবসে করিমগঞ্জের জেলাশাসকের উপস্থিতিতে তার কার্যালয় সভাকক্ষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং কার্যালয়ের কর্মী ও আধিকারিকদের শপথ বাক্য পাঠ করান ডিডিসি বিক্রম দেবশর্মা। এদিকে এই দিবসে প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য সরকারের নির্দেশে প্রতিটি কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।