অনলাইন ডেস্ক : তপবননগর সংলগ্ন রামগড়ে ব্যবসায়ী সুকান্ত করের উপর হামলার ঘটনায় অভিযুক্ত সুরঞ্জিত দাস চৌধুরী ওরফে সুজিতকে শীঘ্র গ্রেফতারের জন্য পুলিশ সুপারের কাছে দাবি জানালো শিলচর শহর শান্তি-শৃঙ্খলা সুরক্ষা সমিতি। সঙ্গে সুজিত এবং তার সঙ্গী অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে শীঘ্র চার্জশিট পেশ করারও দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার সমিতির এক প্রতিনিধি দল পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে এসব দাবি সম্বলিত স্মারকপত্র তুলে দেন। স্মারকপত্রে সুজিত এবং তার সঙ্গীদের স্বভাবসিদ্ধ অপরাধী বলে উল্লেখ করে বলা হয়েছে এরা বিভিন্ন সময়ে হাঙ্গামা পাকানো সহ জমি জবরদখল, তোলা আদায় ইত্যাদি অপরাধের সঙ্গে জড়িত। সুকান্ত করের উপর হামলার ঘটনায় আদালত সঙ্গীদের জামিন মঞ্জুর করলেও সুজিতের আবেদন খারিজ করেছে। উদ্বেগের ব্যাপার, ঘটনার পর প্রায় ৪০ দিন অতিক্রান্ত হয়ে গেলেও পুলিশ আজ পর্যন্ত সুজিতকে গ্রেফতার করতে পারেনি।
স্মারকপত্র পেশ করার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সমিতির কর্মকর্তা সীমান্ত ভট্টাচার্য বলেন, সুজিতের মতো একজন লোককে ধরার জন্য বারবার পুলিশের কাছে আবেদন জানাতে হচ্ছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার। শোনা যাচ্ছে সুজিত নাকি শিলচরের আশপাশ এলাকায়ই রয়েছেন। তিনি বলেন এরপর আর তারা আবেদন-নিবেদনের রাস্তায় যাবেন না। গোটা শহর জুড়ে গড়ে তোলা হবে তীব্র আন্দোলন।
সমিতির অন্য কর্মকর্তা সংগীতশিল্পী সুজিত কুমার দাস (ফুলু)ও বলেন, শোনা যাচ্ছে সুরঞ্জিত তরফে সুজিত নাকি শিলচর শহরের আশপাশ এলাকায়ই রয়েছেন। অথচ পুলিশ নাকি তাকে খুঁজে পাচ্ছে না। কোন অদৃশ্য প্রভাবশালী হাতের ইশারায় এমনটা হচ্ছে এই প্রশ্ন তুলে তিনি বলেন, এসব কোনওভাবেই মেনে নেওয়া যায় না। সুজিতকে গ্রেফতারের দাবীতে সরব হন অরিন্দম হোড়ও।