অনলাইন ডেস্ক : ভাড়া কেন্দ্রিক বিবাদের সূত্র ধরে শিলচর জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) র পক্ষ থেকে হোটেল জে সি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী গোপেন্দু চৌধুরী ও তার সঙ্গী শৈবাল দত্তর বিরুদ্ধে মামলা দায়ের করা হলো কাছাড়ের সিভিল জাজ (এস আর ডিভিশন) নং-১ এর আদালতে। আর এই মামলার সূত্রে গোপেন্দু চৌধুরী ও শৈবাল দত্তকে আগামী ৩০ জুলাই হাজির হওয়ার জন্য সমন পাঠিয়েছে আদালত।
ডি এস এ -র জমিতে গড়ে তোলা হোটেল জে সি ইন্টারন্যাশনাল-এর ভাড়া নিয়ে ডিএসএ কর্তৃপক্ষ এবং গোপেন্দু চৌধুরীর মধ্যে বেশ কিছুদিন ধরেই চাপান উতোর চলছে। ডিএসএ -র সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য বলেন,গোপেন্দু চৌধুরী দীর্ঘ বছর আগে ডি এস এ -র পুরানো কমিটির সঙ্গে যেসব চুক্তি করেছিলেন, সেসব চুক্তির মেয়াদ ইতিমধ্যে পার হয়ে গেছে। এর পরবর্তীতে তাকে নিয়ম অনুযায়ী ভাড়া বাড়াতে বলা হয়। কিন্তু তিনি এতে রাজি হননি। আর এই ডামাডোলে ভাড়া দেওয়াও বন্ধ করে দেন। তাই তাকে প্রথম পাঠানো হয় আইনি নোটিশ। এর যথাবিহিত জবাব মেলেনি। বর্তমানে গোপেন্দু চৌধুরী ভাড়ার ক্ষেত্রে “ডিফল্টার” হিসেবে গণ্য হচ্ছেন। অতনু আরও বলেন ডিএসএ-র পুরনো কমিটি, ভারা দিয়েছিল গোপেন্দু চৌধুরীকে। এরপর তিনি আবার ভবনটির এক অংশ ভাড়া দিয়ে দেন শৈবাল দত্তকে।
কিভাবে তিনি নিজে ভাড়াটে হয়ে অন্য একজনকে ফের এক অংশ ভাড়া দিয়ে দিলেন এনিয়েও তার কাছে যুক্তিসঙ্গত ব্যাখ্যা মেলেনি।
সব মিলিয়ে আইনি নোটিশ পাঠানোর পর যথাযথ উত্তর না পেয়ে ডিএসএ-র গভর্নিং বডির সভা ডেকে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে তারা চাইছেন ডিএস এ-র জমি থেকে গোপেন্দু চৌধুরী ও শৈবাল দত্তের উচ্ছেদ। কারণ খেলাধুলার পরিকাঠামোগত উন্নয়নের জন্য দরকার এই জমির।
মামলা নিয়ে গোপেন্দু চৌধুরীর বক্তব্য জানতে তার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়ে ওঠেনি। আর শৈবাল দত্ত বলেন, জে সি ইন্টারন্যাশনাল-এর সত্বাধিকারী গোপেন্দু চৌধুরী। তাই মামলা সম্পর্কিত কোনও নির্দেশ এসে থাকলে গোপেন্দু বাবুর কাছেই আসবে। এ পর্যন্ত তার কাছে কিছু আসেনি।