অনলাইন ডেস্ক : শুক্রবার সাতসকালে শুরু কোপা আমেরিকা। শুক্রবার ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় নামবেন লিওনেল মেসি। আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ কানাডা। মঙ্গলবার ব্রাজিলের খেলা। কিন্তু মেসিদের ম্যাচ দেখা থেকে বঞ্চিত হবে ভারতের ফুটবলপ্রেমীরা। কোনও টিভি চ্যানেলে ম্যাচ সম্প্রচার করা হবে না। ভারতে লাইভ স্ট্রিমিংও হবে না। প্রথমে সোনি স্পোর্টস নেটওয়ার্কে কোপা দেখানোর কথা ছিল। কিন্তু টুর্নামেন্টের একদিন আগে জানানো হয়, ভারতে কোপার ম্যাচ সম্প্রচার হবে না। টিভিতে দেখানো না হলেও, ভারতে ফ্যানকোড অ্যাপে কোপা আমেরিকার লাইভ স্ট্রিমিং হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার তাঁরা জানিয়ে দেয়, লাইভ স্ট্রিমিং হচ্ছে না। এক্স হ্যান্ডেলে একজন ফ্যানের প্রশ্নের জবাবে ফ্যানকোডের পক্ষ থেকে জানানো হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে আপাতত আমরা কোপা আমেরিকার লাইভ স্ট্রিমিং করছি না। ভবিষ্যতে ফ্যানকোডে দেখানো হলে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে।’ শেষ মুহূর্তে কোনও সিদ্ধান্ত বদল হয় কিনা সেটাই দেখার। তবে আপাতত মেসিদের ম্যাচ দেখার থেকে বঞ্চিত হবে ভারতের ফুটবলভক্তরা। মার্কিন যুক্তরাষ্ট্রে ফুবো টিভি লাইভ স্ট্রিমিং করবে। বিপিএন বা অন্য কোনও পদ্ধতি অবলম্বন করে সেই প্ল্যাটফর্মে কোপার ম্যাচ দেখার চেষ্টা করতে পারে ভারতের দর্শকরা।