সাময়িক প্রসঙ্গ অনলাইন ডেস্ক
গুয়াহাটি, ১৫ আগস্ট : বিচার ব্যবস্থাকে বিচারাধীন মামলার বোঝা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য রাজ্য সরকার প্রায় এক লক্ষ ‘ছোট মামলা’ শীঘ্রই প্রত্যাহার করবে। সোমবার গুয়াহাটিতে ৭৬ তম স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলনের পর ভাষণে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
মুখ্যমন্ত্রী বলেছেন, বিচারাধীন মামলা দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় বিচার ব্যবস্থার ওপর এর প্রভাব পড়ছে। তাই প্রায় এক লক্ষ ‘ছোট মামলা’ প্রত্যাহার করে নেওয়া হবে। যার মধ্যে অনেকগুলি সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট সম্পর্কিত মামলা রয়েছে। তিনি জানান, বর্তমানে রাজ্যের বিচার বিভাগে প্রায় ৪ লক্ষ মামলা ঝুলে আছে। তাই এই এক লক্ষ মামলার হ্রাস হলে বিচার বিভাগকে দ্রুত ন্যায় বিচার প্রদান করতে এবং ধর্ষণ, খুন ইত্যাদির মতো জঘন্য অপরাধ সংক্রান্ত মামলাগুলিতে ফোকাস করতে সহায়তা করবে।
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আরও বলেন, ব্রিটিশ শাসনামলে স্বাধীনতা সংগ্রামীদের বীরত্ব ও আত্মত্যাগ সম্পর্কে জানতে রাজ্য সরকার প্রায় ১০০০ যুবককে আন্দামান ও নিকোবর দ্বীপের সেলুলার জেল পরিদর্শনে পাঠাবে। এটি একটি শিক্ষামূলক সফরের অংশ হবে। শর্মা আরও জানান, রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি গত কয়েক সপ্তাহে প্রায় ৪২ লক্ষ জাতীয় পতাকা বিক্রি করেছে, এতে মোট ১৭ কোটি টাকার ব্যবসা হয়েছে।