অনলাইন ডেস্ক : মর্মান্তিক দুর্ঘটনার শিকার হল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে। ট্রেনের দুটি কামরা লাইনচ্যূত হয়েছেন। সকাল পৌনে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে নিউজলপাইগুড়ির নীচবাড়ি স্টেশনের কাছে। পেছন থেকে এসে মালগাড়ি ধাক্কা মারে বলে জানা গিয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় পাঁচ জন ইতিমধ্যেই মারা গিয়েছেন। এমনটাই জানিয়েছেন পুলিশ আধিকারিক। তাঁরা আরও জানিয়েছেন আহতের সংখ্যা ২৫-৩০ হতে পারে। স্থানীয় এক বাসিন্দার দাবি, ‘এটা রেল ডিপার্টমেন্টের ভুল। একটি ট্রেন যখন রয়েছে একই লাইনে আরেকটি ট্রেন কীভাবে চলে আসে? উল্টে যাওয়া বগির ৭০-৮০ জনের কেউ বাঁচবে না। ড্রাইভারও মারা গিয়েছে।’ দুর্ঘটনায় ছিটকে গিয়েছে শেষের একটি বগি। জানা গিয়েছে মালগাড়ির ধাক্কার ফলে ওই বগিটি প্রায় ২৫ ফুট উপরে উঠে বেশ কিছুটা দূরে গিয়ে পড়ে। বগিটি দুমরে মুচড়ে টুকরো টুকরো হয়ে যায়। এক উদ্ধারকারীর দাবি, ‘উল্টে যাওয়া বগির ৭০-৮০ জনের কেউ বাঁচবে না।’ অর্থাৎ তাঁর দাবি, এই কামরার কাউকেই বাঁচানো যাবে না। ইতিমধ্যেই গ্যাসকাটার দিয়ে কেটে বের করার চেষ্টা করা হচ্ছে আটকে থাকা দেহগুলিকে।
এ দিকে, প্রাথমিক ভাবে জানা গিয়েছে ট্রেনটি লাইনের উপরে দাঁড়িয়েছিল।