অনলাইন ডেস্ক : মাদকের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত। কাছাড় জেলার ধলাই চান্নীঘাটে মাদক সরবরাহকারীকে লক্ষ্য করে গুলি চালালো পুলিশ। তবে হতাহত হয়নি কেউই। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যার দিকে ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের চান্নীঘাটে অভিযানে নামের পুলিশের একটি দল। একটি ব্যক্তিগত বহন ও একটি স্কুটিতে করে তিন মাদক সরবরাহকারীকে পাকড়াও করতে গেলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাদক সরবরাহকারীরা। মাদক পাচারকারীদের পাকড়াও করতে দুই অ্যারাউন্ড গুলি চালায় পুলিশ। পুলিশের গুলি চালানার মধ্যেও পালিয়ে যেতে সক্ষম হয় ২ পাচারকারী। তমিজুর রহমান লস্কর নামের এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় ৫৫ টি সাবানের কৌটায় ৭৫০ গ্রাম সন্দেহজনক হেরোইন। ধৃত তমিজুর রহমান ধলাই থানা এলাকার দক্ষিণ ধলাইয়ের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজ গোবিন্দপুরের বাসিন্দা। পুলিশ তুমিজুর রহমানকে গ্রেফতারের পাশাপাশি মাদক সরবরাহে ব্যবহৃত বাহন দুটি নিজেদের হেফাজতে নিয়েছে।