অনলাইন ডেস্ক : লোকসভা ভোটের প্রথম দফায় অসমে ৭২ শতাংশ ভোটদান হয়েছে। ৮৬ লক্ষের ওপর ভোটাররা এদিন রাজ্যের পাঁচটি লোকসভা কেন্দ্রের অধীনে থাকা পোলিং বুথে ভোট দিয়েছেন। পাশাপাশি রাজ্যে এদিন কোনও নির্বাচনে হিংসার খবর পাওয়া যায়নি। শান্তির আবহেই অসমে প্রথম দফার ভোট দান প্রক্রিয়া সম্পন্ন হয়। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ভোটদানে পুরুষদের ছাপিয়ে গেছেন মহিলারা l ভোটারদের মধ্যে ৪২ লক্ষের অধিক পুরুষ। ৪৩ লক্ষ থেকে বেশি মহিলারা এদিন ভোট দান করেছেন। পাঁচটি রাজ্য লোকসভা কেন্দ্রের ৩৫ জন প্রার্থীর এদিন ভাগ্য নির্ধারণ করা হয়েছে।
এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল জানিয়েছেন ভোটদানের হার বিকেল পাঁচটা অবধি গণনা করা হয়েছে। তখনও রাজ্যের বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন ছিল ফলে ভোটের হার পরে কিছুটা বাড়তেই পারে।
তিনি আরও বলেন উজান অসমে দিনের বেলা বৃষ্টির জন্য ভোটদান প্রক্রিয়ায় সমস্যা তৈরি হয়েছে। বেশ কিছু এলাকায় ভোটাররা বৃষ্টির দরুন ঘরেই আটকা পড়েছিলেন। বৃষ্টিপাত কমার পর তারা ভোট কেন্দ্রের দিকে রওনা হন। এর ফলেই পাঁচটার পরও বেশ কিছু কেন্দ্রে ভোটারদের লাইন পড়েছিল বলেই জানিয়েছেন অনুরাগ গোয়েল। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এদিন সর্বাধিক ভোট দান হয়েছে, যোরহাট লোকসভা কেন্দ্রে। ৭৭ শতাংশের অধিক ভোটদান হয়েছে যোরহাটে। ভোট দানের নিরিখে এরপরেই স্থান রয়েছে কাজিরাঙ্গা লোকসভা কেন্দ্রের।
অনুরাগবাবু আরো জানিয়েছেন মোট সাড়ে ৫ শতাংশ ভিভিপ্যাট মেশিন এদিন বদলাতে হয়েছে। পাশাপাশি তিন শতাংশের উপর কন্ট্রোল ইউনিট ও দেড় শতাংশের বেশি ব্যালট ইউনিট পরিবর্তন করা হয়েছে।
এদিকে রাজ্যে পুননির্বাচনের বিষয়ে বলতে গিয়ে অনুরাগ গোয়েল জানান যে প্রিসাইডিং অফিসার এবং নিরীক্ষকদের রিপোর্টের ভিত্তিতেই পুননির্বাচনের বিষয়টি স্থির করা হবে।
ওদিকে লখিমপুর লোকসভা কেন্দ্রের কয়েকটি বুথে ইভিএম মেশিন পৌঁছানোর গাড়ি এদিন দেওপানি নদীর জলে ডুবে যায়। অবশ্য চালকসহ গাড়িতে থাকা অন্যান্যরা চটজলদি বেরিয়ে আসায় কোন প্রাণহানি ঘটেনি।
নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে কয়েকটি কেন্দ্রে সাতটার আগেই ভোটদান হয়েছিল। তার কারণ প্রথমবার ভোট দিতে আসা ব্যক্তিরা বেশি সকালে ভোটের জন্য পৌঁছে গেছিল। অসমের এই পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে ৯২ টি আদর্শ ভোট কেন্দ্র তৈরি করেছিল কমিশন। সেখানে বেলুন সহ ঐতিহ্যগত পোশাক পরিধান করে ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে দেখা যায় স্বেচ্ছাসেবীদের। পাশাপাশি ৭৫২টি মহিলাদের দ্বারা পরিচালিত ভোটকেন্দ্রেও নির্বিঘ্নে ভোট হয়েছে বলেই জানা গেছে।