অনলাইন ডেস্ক : আগামী ২৬ এপ্রিল দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে শিলচরেও আয়োজিত হচ্ছে লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার জোরকদমে চলছে। আর সেই প্রচারে ঝড় তুলতে এবার শিলচর আসছেন তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অগ্নিকন্যা মমতা ব্যানার্জি। আগামী ১৭ এপ্রিল শিলচরে অনুষ্ঠেয় দলীয় নির্বাচনী জনসভায় তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। মমতার এই সফরকে কেন্দ্র করে দলীয়ভাবে প্রস্তুতি জোরকদমে চলছে।
সোমবার শিলচরে দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বরা সাংবাদিকদের বিস্তারিত তথ্য তুলে ধরেন। রিপুন জানান, স্থানীয় টাউন ক্লাব ময়দানে দলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। ১৭ এপ্রিল বিশেষ বিমানে অবতরণ করার পর মমতা ব্যানার্জিকে বাইক ও কার র্যালীর মাধ্যমে সভাস্থলে নিয়ে আসা হবে।সভা শুরুর আগে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানাবেন বিভিন্ন ভাষা-জনগোষ্ঠির মানুষ। পরে জনসভায় দলের মা, মাটি ও মানুষ স্লোগানকে মাথায় রেখে মহিলাদের সুরক্ষা, অধিকার ও সাবলম্বী করণের উপর জোর দেওয়ার পাশাপাশি মূল্যবৃদ্ধি, বেকারত্ব সহ বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণের উপায় নিয়ে বক্তব্য রাখবেন তিনি। টাউন ক্লাবের নির্বাচনী জনসভা শেষে ফের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
সাংবাদিক সম্মেলনে বিজেপির তীব্র সমালোচনা করে রিপুন বরা জানান, বিজেপির বিরুদ্ধে তৃণমূল যেভাবে একলা লড়াই চালিয়ে যাচ্ছে তা বরাক সহ গোটা আসামের জনগণ বুঝতে পেরেছেন। CAA বলবৎ করে শাসক দল হিন্দু বাঙালির মধ্যে মেরুকরণের চেষ্টা চালাচ্ছে। নতুন বিকল্প হিসেবে আসামের জনতা তৃণমূলকে চাইছেন। রাজ্যের চারটি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত বলে এদিন আশা প্রকাশ করেছেন রিপুন।