অনলাইন ডেস্ক : কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পাঁচদিনের মধ্যেই তা প্রত্যাহার করে নিলেন বর্তমান সাংসদ এবং দুবারের বিধায়ক আব্দুল খালেক। গত ১৫ মার্চ প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা এবং রাজ্যে দলের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংহের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে পদত্যাগ করেছিলেন খালেক। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেরকাছে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন তিনি। বুধবার দিল্লিতে খাড়্গের সঙ্গে দেখা করে তাঁর হাতেই সেই ইস্তফাপত্র প্রত্যাহারের চিঠি দিয়েছেন বরপেটার সাংসদ। খালেক দল থেকে ইস্তফা দেওয়ার পরই তাঁকে বুঝিয়ে সুঝিয়ে দলে রাখতে ঝাঁপিয়ে পড়েন কংগ্রেস নেতৃত্ব। তাঁর বাড়িতে ছুটে যান দেবব্রত শইকিয়া, ভূপেন বরা। দিল্লি থেকেও তাঁর মানভঞ্জনের চেষ্টা শুরু হয়। খালেক বলেছিলেন, সোনিয়া গান্ধীকে তিনি শ্রদ্ধা করেন। রাজনীতিতে থাকুন বা না থাকুন এই শ্রদ্ধা অটুট থাকবে।
বুধবার দিল্লিতে প্রথমে জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক(সংগঠন) কে কি বেণুগোপালের সঙ্গে সাক্ষাৎ করেন খালেক। এরপর দেখা করেন সোনিয়ার সঙ্গেও। সেই সাক্ষাতের পর খালেক জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। দুপুরের দিকে তিনি দেখা করেন খাড়্গের সঙ্গে। তার আগেই জানাজানি হয়ে যায়, তাঁর ইস্তফাপত্র প্রত্যাহার করে নিচ্ছেন খালেক। বাকি আছে শুধু আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই খাড়্গের হাতে ইস্তফা প্রত্যাহারের চিঠি তুলে দেন খালেক। সেই চিঠিতে তিনি বলেছেন, “দেশের বর্তমান পরিস্থিতি আমরা সবাই বুঝতে পারছি। প্রত্যেক গণতন্ত্র প্রিয়, প্রগতিশীল মানুষের গণতান্ত্রিক শক্তিকে আরও মজবুত করে তোলাটা সময়ের দাবি। এর জন্য কংগ্রেসের ভিতকে আরও সুদৃঢ় করতে হবে। তাই ইস্তফা প্রত্যাহার করে খাড়্গে এবং রাহুল গান্ধীর অধীনে কাজ করতে আমি আগ্রহী”।