অনলাইন ডেস্ক : বিবাহিত এক মহিলাকে অপহরণ ও ধর্ষণ কান্ডে জড়িত মূল অভিযুক্তকে পুলিশের এনকাউন্টার। পুলিশ কে ধাক্কা মেরে পালানোর সময় গুলি চালায় পুলিশ।তার পায়ে গুলি লাগে। এনকাউন্টারে আহত অভিযুক্ত সহ আহত পুলিশ কনষ্টেবল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা সংঘটিত হয়েছে বুধবার ভোররাতে পালোরবন্দ চা বাগানের ভিতর ডলুগ্রামে। পুলিশের গুলিতে আহত অভিযুক্তের নাম জমির উদ্দিন বড়ভূইয়া, বাড়ি শ্রিকোনা আলমবাগ। আহত পুলিশ কর্মী সন্তোষ পেগু বলে জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মহাতো। উল্লেখ্য গত শনিবার ভোরে লক্ষীপুর থানা এলাকার শিবটিলায় ৩৭ নম্বর জাতীয় সড়ক থেকে বিবাহিত এক মনিপুরি মহিলাকে অপহরণ করে নিয়ে যায় কয়েকজন দূস্কৃতি।অপহরণ কান্ডে ব্যবহার করা হয় একটি ওয়াগনআর গাড়ি। ঘটনার দিনই এই মহিলাকে ছেড়ে দেওয়া হয় শ্রিকোনায়। এই মহিলা ছাড়া পেয়ে ফিরে এসে ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়ে লক্ষীপুর থানায় এক মামলা দায়ের করেন।লক্ষীপুর পুলিশ ঘটনার গুরুত্ব বিবেচনা করে দ্রুত তদন্তে নেমে সফলতা অর্জন করে।পরদিন রবিবার এই অপহরণ কান্ডে জড়িত চারজন পুরুষ সহ এক মহিলা কে গ্রেফতার করতে সক্ষম হয় লক্ষীপুর পুলিশ। এরমধ্যে অন্যতম অভিযুক্ত এনকাউন্টারে আহত জমির উদ্দিন বড়ভূইয়া। এই পাচজন অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সোমবার ও মঙ্গলবার লক্ষীপুর থানা ঘেরাও করেন সহস্রাধিক মনিপুরি সম্প্রদায়ের লোকজন।
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মঙ্গলবার পাঁচজন অভিযুক্ত কে আদালতে হাজির করায় লক্ষীপুর পুলিশ। আদালতের নির্দেশে ধৃত মহিলাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।বাকি চারজন কে ন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এই ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে জেলা পুলিশ সুপার নোমাল মহাতো বলেন মঙ্গলবার অভিযুক্ত চারজনকে অধিক জেরা করার জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।জেরা করতে গিয়ে মূল অভিযুক্ত জমির উদ্দিন বড়ভূইয়া জানায় এই অপহরণ কান্ডে ভয় ভীতি প্রদর্শনের জন্য একটি বন্দুক ব্যবহার করেছে তারা। মহিলাকে অপহরণ করে পালোরবন্দ হয়ে যাওয়ার পথে ডলুগ্রাম বাগানে বন্দুকটি ফেলে দিয়েছে।সে নিজে থেকেই বন্দুক টি উদ্ধারের আগ্রহ প্রকাশ করে।সেই মতে একদল পুলিশ বাহিনী মঙ্গলবার গভীর রাতে তাকে নিয়ে যায় ডলুগ্রামে।সেখানে অভিযুক্ত জমির উদ্দিন পুলিশ কনষ্টেবল সন্তোষ পেগু কে জোরে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে।পুলিশের কোন সিগন্যালে গুরুত্ব না দিয়ে দৌড়াতে থাকে।তখন পুলিশ বাধ্য হয়ে দু রাউন্ড গুলি চালায়।একটি গুলি অভিযুক্ত জমির উদ্দিনের পায়ে লেগে আহত হয়।তখনই তাকে আটক করা সম্ভব হয়।সঙ্গে সঙ্গে আহত অভিযুক্ত সহ পুলিশ কর্মীকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্তমানে চিকিৎসাধীন অপহরণ কান্ডে অভিযুক্ত জমির উদ্দিন বড়ভূইয়া।