অনলাইন ডেস্ক : বেশ কয়েক বছর পর অনুষ্ঠিত জোট যাচ্ছে করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচন। সোমবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো কলেজ কর্তৃপক্ষ। ফেব্রুয়ারির ৫ তারিখ কলেজ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপিকা ড. কিসমত সুলতানাকে রিটার্নিং অফিসার হিসাবে নিযুক্ত করে চার সদস্যের এক নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। কলেজ অধ্যক্ষ ড. রামানুজ চক্রবর্তী সোমবার এমর্মে এক বিজ্ঞপ্তি জারি করেছেন। চলতি মাসের ৩০ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। দাখিল করা মনোনয়নপত্র গুলো স্ক্রুটিনি করা হবে ২ তারিখ। ৩ ফেব্রুয়ারি সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ৫ তারিখ সকাল দশটা থেকে ভোট শুরু হবে। চলবে ১ টা পর্যন্ত। ভোট পর্ব শেষ হওয়ার পরমুহুর্ত থেকেই গণনা শুরু হবে। এদিনই গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। পরদিন অর্থাৎ ৬ তারিখ নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল এগারোটা থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র পাওয়া যাবে।