অনলাইন ডেস্ক : ওয়েল ট্যাঙ্কারে আগুন লাগার দরুন সোমবার বিকেলে আতঙ্কের সৃষ্টি হয় শিলচর রামনগর এলাকায়।
ময়নারবন্দের আইওসি ডিপো থেকে পেট্রোল নিয়ে ওয়েল ট্যাংকারটি যাচ্ছিল বড়জালেঙ্গার এক পেট্রোল পাম্পে। বিকেল তিনটে নাগাদ ট্যাঙ্কারটি রামনগর চিরুকান্দি মোড়ে পৌছালে হঠাৎ করে ক্যাবিনে আগুন ধরে যায়। দেখতে দেখতে আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। এতে সৃষ্টি হয় আতঙ্কের। বন্ধ হয়ে যায় যান চলাচল। পথচলতি লোকজনও আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনী সেখানে ছুটে যায়। ভাগ্যক্রমে কেবিন থেকে পেছনে ট্যাঙ্কারে ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ট্যাংকারের চালক উত্তর প্রদেশ গোরক্ষপুরের বাসিন্দা রাজু নাথ চৌধুরী এবং খালাসি অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন বলে জানা গেছে। অনুমান করা হচ্ছে, ট্যাঙ্কারেও শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যেভাবে আগুন ছড়িয়ে পড়েছিল তা দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে বড় ধরনের অঘটন ঘটে যেতে পারত।