অনলাইন ডেস্ক : শিলচর ডিএসএ-র পরিচালনায় সাময়িক প্রসঙ্গ কাপ প্রাইজমানি মহিলা ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে ২৯ জানুয়ারি ( সোমবার) থেকে। এনিয়ে আজ প্রতিযোগিতার স্পনসর সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরীকে পাশে রেখে সাংবাদিকদের সামনে প্রতিযোগিতার যাবতীয় তথ্য তুলে ধরেছেন আয়োজক সংস্থার কর্মকর্তারা। শনিবার সন্ধ্যায় এসএম দেব স্টেডিয়ামের তুলসীদাস বনিক স্মৃতি সভা কক্ষে আয়োজিত সাংবাদিক বৈঠকে সভাপতি শিবব্রত দত্ত বলেন, শিলচরে মহিলাদের জন্য একমাত্র ফুটবল প্রতিযোগিতা সাময়িক প্রসঙ্গ কাপ শুরু হচ্ছে সোমবার থেকে। আক্ষেপের সুরে তিনি বলেন, ‘শুধু শিলচর নয়, পুরো দেশেই খেলাধুলায় মহিলাদের অংশগ্রহন তুলনায় কম। তবে অধিক সংখ্যায় মেয়েদের মাঠের দিকে আকৃষ্ট করার জন্য সেই মঞ্চ তৈরি করে দেওয়ার দায়িত্ব সংগঠকদেরই।’ তাই শিলচরে মহিলা ফুটবল টুর্নামেন্ট করতে সাময়িক প্রসঙ্গ এগিয়ে আসায় তিনি সাময়িক প্রসঙ্গ পত্রিকার কর্ণধার তৈমুর রাজা চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, বৃহৎ পরিসরে মহিলা ফুটবলের আসর করার পরিকল্পনা ছিল। কিন্তু খেল মহারণের আসর চলতে থাকায় দলের সংখ্যা এবার কম হয়েছে। প্রতিযোগিতার স্পনসর তৈমুর রাজা চৌধুরী বলেন, মহিলা ফুটবলের প্রসারের জন্য নবনির্বাচিত সভাপতির বক্তব্য এধরণের প্রতিযোগিতা করার জন্য উৎসাহব্যান্জক। তাঁর নেতৃত্বে এগিয়ে যেতে পারে জেলার মহিলা ক্রীড়া। জানান, ২০০৬ সালে প্রথম সাময়িক প্রসঙ্গ কাপ মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল শিলচর ফুটবল অ্যাকাডেমি। প্রতিযোগিতা হয়েছিল শিলচর স্পোর্টিং মাঠে। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ডলু রাইজিং ক্লাব। তখন দল গঠন সহ প্রতিযোগিতা চালাতে দারুণ ভাবে সহায়তা করেছিলেন প্রয়াত পাকাচাঁদ সিংহ। শিলচরে মহিলা ফুটবলের প্রসারে তাঁর অবদান যথেষ্ট। ২০০৭ সাল থেকে অবশ্য এই প্রতিযোগিতা জেলা মহিলা ফুটবল লিগ হিসেবে শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালনা করে আসছে। প্রতিযোগিতার প্রাপ্তি হিসেবে
দয়াবতী সিংহ সহ অনেক মহিলা ফুটবলার চাকরি পেয়েছেন। রাজ্য দলের হয়ে খেলেছেন তো অনেকেই। এরমধ্যে মিথিলা ভুমিজ, ফিরথাংপুই মার, রাজশ্রী কর্মকার , লালসিমকিম মার, হেলেন মার, লাভলি গোয়ালা , সাহিনা পারভিনরা অন্যতম। সংস্থার সহ সচিব ( প্রশাসন) দেবাশিস সোম বলেন, প্রতিযোগিতায় চারটি দল খেলবে। হলিক্রস হায়ার সেকেন্ডারি স্কুল, শিবদুর্গা ক্লাব, মুনলাইট ক্লাব ও পিডব্লুডি মেকানিক্যাল ক্লাব। সোমবার উদ্বোধনী ম্যাচে মুনলাইট ক্লাব খেলবে পিডব্লুডি -র বিপক্ষে। প্রতিযোগিতার সব ম্যাচই হবে শিলচর স্পোর্টিং মাঠে। দুপুর ২ টা থেকে। এছাড়া বক্তব্য রাখেন ডিএসএ-র ফুটবল সচিব বিকাশ দাস।