অনলাইন ডেস্ক : সোমবার রাত পোহালেই অযোধ্যায় শুরু হতে চলেছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা পর্ব। গুগল ম্যাপ ঘাটলে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে অসমের প্রত্যন্ত শহর শিলচরের দূরত্ব ১,৪৯৩ ‘ ৬ কিলোমিটার। তবে অবস্থানগত দিক থেকে দুই শহরের মধ্যে এতোটা দূরত্ব থাকলেও, বর্তমানে প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে দুই শহর যেন দাঁড়িয়ে গেছে এক বিন্দুতে।
রবিবার শিলচরের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, এদেশের ভৌগলিক চালচিত্র সম্পর্কে অজ্ঞ কাউকে এই শহরে এনে ছেড়ে দিলে, নির্ঘাত তার ধারণা হবে এটাই অযোধ্যা এবং এখানেই হচ্ছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব। শিলচরে রামলহর বইতে শুরু করেছে গত কয়েকদিন ধরেই। এদিন যা আছড়ে পড়তে শুরু করেছে মস্ত আকার নিয়ে।
গোটা শহরজুড়ে উড়ছে শুধু রামধ্বজ, সঙ্গে মাইকে বাজছে রামধূন। সঙ্গে আলোর রোশনাই ও বিভিন্ন মন্দিরকে ঘিরে সাজসজ্জা এবং নানা অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি, তোলাপট্টি, জানিগঞ্জ, প্রেমতলা ইত্যাদি এলাকায় দেখা যায় ভান্ডারার আয়োজনও।
এদিন প্রবলবেগে এই রামলহর আছড়ে পড়ার পালা শুরু হয় সকালে আদর্শ ভক্ত মন্ডলী আয়োজিত এক শোভাযাত্রার মাধ্যমে। রামরথ, জীবন্ত রাম-সীতা, বাদ্য-গীত সহযোগে প্রচুর সংখ্যক বাইক আরোহী ও পদচারী শামিল হন এই শোভাযাত্রায়। আদর্শ মন্ডলীর ডাকে বিভিন্ন সংস্থা সংগঠনের সদস্যদের সহযোগে শোভাযাত্রা রাঙ্গিরখাড়ি গোপাল আখড়ার সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমার পর এসে সমাপ্ত হয় তোলা পট্টিতে নরসিং আখড়ার সামনে। এছাড়া অন্যান্য কিছু সংগঠন এবং মন্দির কর্তৃপক্ষের তরফেও এদিন পৃথক পৃথকভাবে বেশ কয়েকটি শোভাযাত্রা বের হতে দেখা যায় শহরে। এসবের পর আগামীকাল সোমবার আসল দিনে শহরে বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে বিভিন্ন সংস্থা সংগঠন। বিভিন্ন মন্দির তো বটেই, অন্যান্য স্থানেও আগামীকাল অনুষ্ঠিত হবে পূজা পাঠ ও ভজনকীর্তন।সব মিলিয়ে শিলচর যেন মনে করিয়ে দিচ্ছে লঙ্কা বিজয়ের সেরে রামের অযোধ্যা নগরীতে ফিরে আসার সেই উৎসবের পর্বকে।
এদিকে অকাল এই উৎসবের মধ্যে অতি উৎসাহের জেরে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে না যায়, এ নিয়ে সতর্ক হয়ে উঠেছে পুলিশ। পুলিশ সুপার নূমল মাহাতো জানিয়েছেন, শহরজুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পুলিশের টহলদারি। বাইক এবং গাড়িতে চড়ে পুলিশকর্মীরা টহল দিচ্ছেন শহরের বিভিন্ন এলাকায়। এছাড়া শহরের মোট ১৯ টি এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ কর্মীদের বড়সড় দলকে। যাতে করে কোনও দুষ্কৃতী অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।