অনলাইন ডেস্ক : হাইলাকান্দিতে কাটাখাল নদী থেকে অবৈধভাবে অবাধে বালু পাচারের অভিযোগ উঠেছে।এতে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে।সরকার রাজস্ব হারালে ও বনবিভাগের কতিপয় আধিকারিকের পেট ভরছে।সিণ্ডিকেটের মাধ্যমে হাইলাকান্দিতে বালু সহ বনজ সম্পদ অবাধে পাচার করা হচ্ছে।সিণ্ডিকেট কায়েম রাখতে দরপত্র আহ্বান করে বালু মহাল মহালদারকে সমঝে দেওয়া হচ্ছেনা।স্ক্রটুনি করার অজুহাতে মাসের পর মাস থেকে বালু মহালের দরপত্র আহ্বান করে মহালদারকে বালু মহাল সমঝে দেওয়া হচ্ছেনা।এব্যাপারে তদন্তক্রমে শীঘ্র বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বালু মহালের দরপত্র জমাকারীরা।হাইলাকান্দি বনবিভাগের অবৈধ কারবারের অভিযোগ করে বালু মহাল দেওয়ার দাবিতে হাইলাকান্দির জেলাশাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করেন কাটাখাল নদীর ৩ নং ইউনিটে বালু মহালের টেণ্ডার জমাকারী বিষু নাথ মজুমদার।স্মারকপত্রের প্রতিলিপি শিলচর সাউদার্ন আসাম রেঞ্জ সার্কেলের ডেপুটি চিফ কনজারভেটর অব ফরেস্টের কাছে দেওয়া হয়েছে।দাবি পূরণ না হলে হাইলাকান্দির জেলাশাসকের কার্য্যালয়ের সামনে ধর্না দেওয়ার হুশিয়ারী দেন আলতাফ হুসেন বড়ভূইয়া,বিষু নাথ মজুমদার,রৌসন উদ্দিন সহ অন্যান্যরা।তাঁরা অভিযোগ করে বলেন,হাইলাকান্দিতে বনবিভাগে সিণ্ডিকেটরাজ চলছে।এতে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে।আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে সিণ্ডিকেটের অর্থে কতিপয় বনবিভাগের আধিকারিকের পকেট ভারি হচ্ছে।