অনলাইন ডেস্ক : আর্থিক অনিয়মের দরুন সাসপেন্ড করা হলো শিলচর উন্নয়ন খন্ডের বিডিও অভিনাশ তাই-কে। শুক্রবার রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের প্রধান সচিব জে বি এক্কা এক নির্দেশে তাকে সাসপেন্ড করেছেন।
জানা গেছে, বিডিও অবিনাশ তাই প্রশাসনিক ব্যায়ের নামে উঠিয়েছিলেন ১ লক্ষ,৬৫ হাজার ৯২০ টাকা। এই টাকা বরাদ্দ ছিল এমজিএনরেগার অধীনে নিযুক্ত ঠিকা কর্মীদের পারিশ্রমিক দেওয়ার জন্য। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনও অনুমতি ছাড়াই তিনি এভাবে এক খাতের টাকা অন্য কাজের জন্য উঠিয়ে নেন। এনিয়ে গত ২ ডিসেম্বর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের আয়ুক্ত রিপোর্ট পাঠান প্রধান সচিব জে বি এক্কার কাছে । এই রিপোর্টের ভিত্তিতে শুক্রবার সাসপেন্ড করা হলো তাকে। শিলচর উন্নয়ন খন্ড কার্যালয়ের এক সূত্রে জানা গেছে, গত দুর্গাপূজার আগে এই টাকা উঠিয়েছিলেন বিডিও তাই। সূত্রটি জানান প্রশাসনিক কাজের নামে এভাবে টাকা উঠিয়ে তা পকেটস্থ করা হয়েছিল। ব্যাপারটা উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে পড়ার পর এ নিয়ে বিভাগীয় স্তরে তদন্ত হয়। তদন্ত রিপোর্টে বেরিয়ে আসে অনিয়মের পুরো কাহিনী। ইতিমধ্যে এই ঘটনায় শিলচর উন্নয়ন খন্ড এলাকার কয়েকজন পঞ্চায়েত প্রতিনিধি এবং কয়েকজন জিপি সচিবের নামও চর্চায় উঠে আসছে। খবর অনুযায়ী, প্রাথমিক তদন্তের পর বিডিও তাইকে সাসপেন্ড করা হলেও এবার বিস্তারিত তদন্ত প্রক্রিয়ার পর ওই পঞ্চায়েত প্রতিনিধি এবং জিপি সচিবদের কাঁধেও থাবা পড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে বিডিও তাই-র বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বরাদ্দ অর্থ নিয়েও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানা গেছে। এ নিয়ে বিভাগীয় স্তরে চলছে তদন্ত। সবকিছু মিলিয়ে বিডিও সহ অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় উর্দ্ধতন কর্তৃপক্ষের তরফে পুলিশের কাছে মামলা দায়ের করারও সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।