অনলাইন ডেস্ক : উগ্রপন্হীদের শিবিরে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিলেন স্থানীয় ক্ষুব্ধ জনতা।যে শিবিরে আশ্রয় নিয়ে অসামাজিক কার্যকলাপ সহ চাদা আদায় করেন জঙ্গিরা।সেই শিবিরে অগ্নিসংযোগ করে একেবারে ছারখার করে দিলেন স্থানীয় উত্তেজিত রংমাই নাগা জনগণ।এই ঘটনা সংঘটিত হয়েছে গতকাল বুধবার বিকেল তিনটায়, জিরিঘাট থানা এলাকার নমদাইলং রংমাই পুন্জির প্রত্যন্ত জঙ্গলে।অসম মনিপুর সীমান্তের জিরিবাম সংলগ্ন কাছাড়ের জিরিঘাট থানা এলাকার নমদাইলং রংমাই পুন্জির প্রত্যন্ত জঙ্গল এলাকায় রয়েছে এই শিবির। এই শিবির ব্যবহার করেন নাগা ন্যাশনেলিষ্ট কাউন্সিল (এন এন সির) সদস্যরা। এই শিবিরে এনএনসি সংগঠনের এক সভায় গত ১২ ডিসেম্বর দিনদুপুরে সহকর্মীর গুলিতে প্রাণ হারিয়েছিলে গাইদিংচুং পাউ রংমাই। অন্য একজন আহত হয়েছিলেন। এই ঘটনার সুত্র ধরে পুলিশ তিনজন কে গ্রেফতার করেছে। সহকর্মী জঙ্গি সদস্যের গুলিতে হত গাইদিংচুং পাউ রংমাই এন এন সি উগ্রপন্হী সংগঠনের কর্তা ছিলেন। সভায় ভাগ বাটোয়ারা নিয়ে বচসার জেরে খুন হয়েছিলেন। পরপর এরকম অনেক ঘটনা সংঘটিত হয়েছে এই নাগা অধ্যুষিত অন্ঝলে। এনিয়ে চরম ক্ষুব্ধ স্থানীয় সাধারণ মানুষ।তারা আর কোন অবস্থায় জঙ্গি সংগঠনের সদস্যদের প্রশ্রয় দিতে রাজি নন।চরম ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে, স্থানীয় নাগা সম্প্রদায়ের মানুষ গতকাল বুধবার সম্মিলিত হয়ে নমদাইলং জঙ্গলে থাকা জঙ্গি শিবিরে অগ্নিসংযোগ করে একেবারে ছারখার করে দিয়েছেন বলে এক বিশ্বস্ত সুত্রে জানা যায়। অগ্নিসংযোগের সময় এই শিবিরে কোন জঙ্গি সদস্য ছিলনা। নাগা জঙ্গি সংগঠনের সদস্যরা এখানে প্রায় সময় আশ্রয় নেয়, সভা সমিতি করে এবং এখান থেকেই ব্লু প্রিন্ট তৈরি করে চাদা আদায় সহ অসামাজিক কার্যকলাপ সংঘটিত করে থাকে বলে জানা যায়। তাদের এই কার্যকলাপে একেবারে নারাজ স্থানীয় রংমাই নাগা জনগণ।এলাকার বদনাম হয়ে গেছে এনিয়ে চরম ক্ষুব্ধ তারা। নমদাইলং এলাকায় নাগা জঙ্গি দলের আশ্রয়ের কথা একেবারে নতুন নয়। নাগা জঙ্গি সংগঠনের কার্যকলাপে বারবার সংবাদ শিরোনামে উঠেছে এই এলাকা। বদনাম গোচাতে এবার সোচ্চার হয়ে উঠলেন স্থানীয় রংমাই সম্প্রদায়ের জনগণ।