অনলাইন ডেস্ক : পরকীয়া! স্বামী-সন্তান রেখে পলাতক গৃহবধূ। এ অবস্থায় শিশুপুত্রকে নিয়ে বিপাকে পড়েছেন দিনমজুর বাবা। ঘটনাটি কচুদরম থানা এলাকার গঙ্গানগর জিপির সেণ্টকেতারিন নন্দুবস্তি গ্রামের। মঙ্গলবার সংবাদ মাধ্যমে কাছে ঘটনার বিবরণ দিতে গিয়ে দিনমজুর বিমল দাস বলেন, গত ১১ ডিসেম্বর ছেলেকে স্কুলে দিতে বাড়ি থেকে বের হন পত্নী গৌরী দাস। ছেলেকে স্কুলে দিয়ে আর বাড়ি ফিরে আসেননি। সন্ধ্যা হয়ে রাত গড়ালেও কোন সন্ধান পাননি তিনি।বিমল আরও জানান, তার সন্দেহ পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে পত্নী। তিনি ১৩ ডিসেম্বর কচুদরম থানায় পত্নীকে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করে কচুদরম প্রথম খণ্ড গ্রামের প্রদীপ দাশকে অভিযুক্ত করে এক মামলা করেন বলে জানান।