অনলাইন ডেস্ক : বিবাহের বিজ্ঞাপনের সাইটে প্রবাসী ভারতীয় এক ছেলের সঙ্গে পরিচয় হয় কাছাড় জেলার অরুনিমা দে-এর। দুই পরিবারের মধ্যে আলাপের পর বিয়ে আয়োজন হয় তবে বিয়ের আসরে দাঁড়িয়ে মেয়ের বাবার কাছ থেকে ১০ লক্ষ টাকা পণ চায় ছেলের পরিবার। এর প্রতিবাদে কনে বিয়ের আসরেই ছেলেকে প্রত্যাখ্যান করেন এবং তাদের বিরুদ্ধে মামলাও করেন। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের পয়লাপুল এলাকার। জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ দে-র কন্যা অরুনিমা একজন ব্যাংক কর্মচারী এবং তিনি দীর্ঘদিন ধরে মহারাষ্ট্রে কর্মরত রয়েছেন। গতবছর এক বিবাহের বিজ্ঞাপনের সাইটে তার সঙ্গে পরিচয় হয় লন্ডনে কর্মরত মৃন্ময় সেনগুপ্তের সঙ্গে। মৃন্ময়ের বাড়ি কলকাতার দমদম এলাকায় এবং তার বাবা মলয় সেনগুপ্ত প্রাক্তন ব্যাংক কর্মচারী। পরবর্তীতে দুই পরিবারের মধ্যে কথাবার্তা হয় এবং মলয় সেনগুপ্ত এবং তার পরিবারের লোকেরা এবছর জুন মাসে অরুনিমার বাড়িতে এসে বিয়ের কথা এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন। জুলাই মাসে প্রদীপ দে এবং তার পরিবারের লোকেরা কলকাতা গিয়ে ছেলের বাড়ি দেখেন। সেখানেই বিয়ের পাকাপাকি কথা হয়।
প্রদীপ দে জানিয়েছেন, বিয়েতে অংশ নেওয়ার জন্য বরের সঙ্গে ১২ জন বরযাত্রী শুক্রবার শিলচরে আসেন। শহরে এক হোটেলে তাদের রাখার ব্যবস্থা করা হয়। শুক্রবার সন্ধ্যেবেলা তারা শিলচর থেকে গাড়ি করে পয়লাপুল যান। আগে পণের কথা উল্লেখ না করলেও বিয়েবাড়িতে গিয়ে সেখানের জাকজমক দেখে তাদের মন পাল্টে যায়। প্রদীপ বলেন, ‘শুক্রবার বেশ কয়েকটি লগ্ন ছিল, তবে তারা এসেই তাড়াতাড়ি বিয়ে শেষ করার কথা বলে। হিন্দু রীতি মেনে বিয়ে হচ্ছিল এবং সেখানে আমাদের কিছু লোকাচার ছিল। তারা এসব কিছুই মানতে রাজি ছিলেন না, শুধু তাড়াতাড়ি বিয়ে শেষ করে কনেকে নিয়ে হোটেলে চলে যাওয়ার কথা বলছিলেন। এমনকি বিয়ে বাড়িতে খাবেন না বলেও জানান তারা। আমরা প্রথমে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের বিয়ের আইনি প্রক্রিয়া সম্পন্ন করি। এরপর ছেলের পরিবারের আসল রূপ দেখা যায়। ছেলের বাবা বলেন, এত টাকা দিয়ে যখন বিয়ে আয়োজন করছেন, তাহলে দশ লক্ষ টাকা পন দিতে আপনাদের অসুবিধে হওয়ার কথা নয়। এতে আমরা প্রতিবাদ করি এবং কথাবার্তা এমন জায়গায় গিয়ে দাঁড়ায়, ছেলের বাবা বলেন দু’মিনিটে ডিভোর্স করিয়ে দেবেন।’ কনে অরুনিমা বিষয়টি দেখে প্রতিবাদ করেন এবং ছেলেকে আলাদা ডেকে নিয়ে বোঝানোর চেষ্টা করেন। তিনি বুঝিয়ে বলেন, অসমে পণপ্রথা নেই তবে ছেলে সে কথা মানতে রাজি হয়নি। অরুনিমা বলেন, ‘তারা আগে এবিষয়ে কোনও কথা বলেনি, তবে আমি যখন মৃন্ময়কে নিয়ে আলাদাভাবে কথা বলতে চাই সে একই উত্তর দেয়। সে বলে, বিয়েতে যখন আমার বাবা এত টাকা খরচ করতে পারছেন তাহলে এটুকু পণ দিতে তার সমস্যা কোথায়? এতে আমি প্রতিবাদ করি এবং পরিবারের লোকেদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিই এই বিয়ে করব না। তারা শুধুমাত্র পণ দাবি করেছে এমনটা নয়, আমাদের মনোবল ভেঙে দিতে একেরপর এক দুর্ব্যবহার করেছে এবং শেষমেষ আমার বাবাকে চূড়ান্ত অপমান করার পর বেরিয়ে গেছে। একজন সচেতন ব্যক্তি হিসেবে আমার মনে হয়েছে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত তাই আমরা মামলা করেছি।’ এদিকে ছেলের বাড়ির লোকেরাও প্রদীপ দে এবং তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, কনের বাড়ির অহেতুক নিয়মের ফলে বিয়ের লগ্ন পেরিয়ে গেছে। তারা প্রতিবাদ করায় তাদের ভয় দেখানো হয়েছে এবং প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, দুপক্ষের কাছ থেকেই তারা অভিযোগ পেয়েছেন এবং গোটা বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।