অনলাইন ডেস্ক : পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটলো বাইক আরোহীর। মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে শিলচর শহর সংলগ্ন বেরেঙ্গা প্রথম খন্ড এলাকায়।হত শাকিল আহমদ মজুমদার (২৩) ছিলেন ওই এলাকারই বাসিন্দা।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে শাকিল বাইকে চড়ে যাওয়ার সময় একটি টিপারকে পাশ কাটাতে গিয়ে অন্য একটি অটোর মুখোমুখি হয়ে যান। অটোর সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে বসেন রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে। এতে তিনি গুরুতর আহত হন। এই অবস্থায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাকে ঘিরে এলাকাবাসী তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। এলাকার বাসিন্দা এ কে আজাদ মজুমদার সহ অন্যান্যরা বলেন, অপ্রশস্ত রাস্তার দরুন এই দুর্ঘটনা ঘটেছে। রাস্তা প্রশস্ত করার জন্য বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে শাকিল বাইকে চড়ে যাওয়ার সময় একটি টিপারকে পাশ কাটাতে গিয়ে অন্য একটি অটোর মুখোমুখি হয়ে যান। অটোর সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে বসেন রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে। এতে তিনি গুরুতর আহত হন। এই অবস্থায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাকে ঘিরে এলাকাবাসী তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। এলাকার বাসিন্দা এ কে আজাদ মজুমদার সহ অন্যান্যরা বলেন, অপ্রশস্ত রাস্তার দরুন এই দুর্ঘটনা ঘটেছে। রাস্তা প্রশস্ত করার জন্য বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।