অনলাইন ডেস্ক : লক্ষীপুরে গৃহবধূ খুনে গ্রেফতার করা হল স্বামী এবং চালককে। লক্ষীপুর থানা এলাকার তলেনগ্রাম খেলার মাঠে গত রবিবার রাতে উদ্ধার হওয়া মৃত মহিলার পরিচয় পাওয়া গেছে। মৃত মহিলার নাম সোমা দাস,বয়স ২৭ বছর। স্বামী প্রদ্যুৎ দাস।বয়স ৪৭। বাড়ি শিলচর, তারাপুর শিববাড়ি রোড।পেশায় ব্যবসায়ী। মৃত মহিলার পিত্রালয় শিলচর মালুগ্রাম। মৃত মহিলার মা অঞ্জু কর সোমবার বিকেলে লক্ষীপুর থানায় খুনের মামলা দায়ের করেছেন। লক্ষীপুর থানায় ৩১৪/২৩ নম্বরে, ১২০ বি/৩০২/৩৪ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। সোমা দাসকে খুনের ঘটনায় পুলিশ তার স্বামী প্রদ্যুৎ দাসকে গ্রেফতার করেছে।স্বামী প্রদ্যুতের জবানবন্দি নিয়ে আরেক অভিযুক্ত অর্জুন বৈষ্ণব (২৩) কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অর্জুনের বাড়ি শিলচর মালিনিবিল,তার পিতার নাম জহরলাল বৈষ্ণব। সোমা দাসকে খুনের ঘটনায় যে অল্টো গাড়ি ব্যবহার করা হয়েছিল সেই অল্টো গাড়ির চালক অর্জুন বৈষ্ণব। ঘটনার বিবরনে জানা যায় স্ত্রী সোমা দাসকে খুন করতে ভাড়াটে খুনি ব্যবহার করেছেন স্বামী প্রদ্যুত। পাচজন ভাড়াটে খুনির মধ্যে একজন হচ্ছেন সেই গাড়ি চালক অর্জুন বৈষ্ণব। খুনের ঘটনায় অর্জুন ছাড়াও আরও চারজন জড়িত রয়েছেন। তাদের সবাই শিলচর মালিনিবিল এলাকার বলে জানা যায়।তদন্তের স্বার্থে তাদের নাম গোপন রাখা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে প্রদ্যুত এবং অর্জুন কে লক্ষীপুর আদালতে হাজির করে আদালতের নির্দেশে অধিক জেরা করার জন্য রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানা যায়। এই খুনের ঘটনা নিয়ে পুলিশ মুখ খুলতে রাজী হয়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে, আরোও গ্রেফতারের হবেন তাতে সন্দেহ নেই।