অনলাইন ডেস্ক : পয়লাপুলের রেশন ডিলার রাকেশ সিং গ্রেফতার। যার প্রভাবে অন্য ডিলাররা নাজেহাল। রবিবার রাকেশ নিজেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। তাঁর বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ রয়েছে। একাংশ গ্রাহক দুর্নীতির অভিযোগ তোলে লক্ষীপুরের মহকুমাশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছিলেন রাকেশের বিরুদ্ধে। কিন্তু লক্ষীপুর মহকুমাশাসকের কার্যালয়ে তাঁর শক্ত হাত থাকায় তদন্ত হয়নি। পরে গ্রাহকরা লিখিত অভিযোগ করেন জেলা আয়ুক্তের কাছে।
জেলা আয়ুক্তের নির্দেশে রাকেশের ন্যায্য মূল্যের দোকানে তদন্ত শুরু করেন সহকারী আয়ুক্ত জোনালী দেবী। গত ৫ অক্টোবর তাঁর দোকানে তদন্তে গিয়ে সহকারী আয়ুক্ত জোনালী দেবী দোকানের যাবতীয় নথিপত্র বাজেয়াপ্ত করেন। সেসময় রাকেশের দোকানে থাকা এক যুবক সহকারী আয়ুক্তের হাত থেকে ছিনিয়ে নিয়ে কিছু কাগজপত্র ছেড়ে ফেলে দেন। পরবর্তীতে ডিলার রাকেশ সিং সেল ফোনে সহকারী আয়ুক্তকে ধমকি দেন বলে অভিযোগ। এনিয়ে সহকারী আয়ুক্ত লক্ষীপুর থানায় মামলা দায়ের করেন। সরকারি কাজে বাধা দেওয়া, দুর্নীতি ও সহকারী আয়ুক্তের সঙ্গে বাজে মন্তব্য করায় রাকেশ সিংকে লক্ষীপুর পুলিশ গ্রেফতার করেছে শনিবার রাতে।
রবিবার শিলচর আদালত থেকে তাঁকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ন্যায্য মূল্যের চাল নিয়ে তাঁর বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু লক্ষীপুরের প্রশাসনিক কর্তাদের ম্যানেজ করে এতদিন দুর্নীতি চালিয়ে গেলেও শেষপর্যন্ত সহকারী আয়ুক্তের অভিযোগে গ্রেফতার হয়েছেন রাকেশ।