অনলাইন ডেস্ক : জুনিয়রকে ৱ্যাগিং এর দরুন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো শিলচর মেডিক্যালের পিজি কোর্সের সাত পড়ুয়ার বিরুদ্ধে।
জানা গেছে , যে সাত পড়ুয়াকে শাস্তি দেওয়া হয়েছে এরা সবাই সার্জারি বিভাগের পড়ুয়া। এরমধ্যে একজনকে এক মাসের জন্য “অ্যকাডেমিক” সব কার্যসূচি থেকে সাসপেন্ড করার পাশাপাশি ছয় মাস “কনফারেন্স”-এ অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অন্য ছয় জনের উপর আরোপ করা হয়েছে শুধু ছয় মাস “কনফারেন্স”-এ যোগ দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞ।
জানা গেছে, সার্জারি বিভাগের পিজি কোর্সের প্রথম বর্ষের পড়ুয়া কাজের ক্ষেত্রে তাকে ৱ্যাগিংয়ের অভিযোগ এনেছিলেন। এর ভিত্তিতে মেডিকেলের এন্টিৱ্যাগিং কমিটি তদন্ত চালায়। এরপর সাতজন সিনিয়র পড়ুয়ার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এর জন্য সার্জারি বিভাগের পিজি কোর্সের পড়ুয়াদের মুচলেকা দিতেও বলা হয়েছে। একজন পড়ুয়াকে আলাদাভাবে এক মাসের জন্য “অ্যকাডেমিক” সব কার্যসূচি থেকে সাসপেন্ড করা নিয়ে মেডিক্যালের এক সূত্র জানান, অভিযোগ মূলত উঠেছে ওই পড়ুয়ার বিরুদ্ধেই। তাই তার বিরুদ্ধে পৃথকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য ৬ জনের বিরুদ্ধে রয়েছে তাকে সঙ্গত করার অভিযোগ।