অনলাইন ডেস্ক : বাল্যবিবাহ আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বছর শুরুতেই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যার পর গত ফেব্রুয়ারি মাস রাজ্যজুড়ে অভিযান চালিয়ে বাল্যবিবাহ আইন ভাঙার অভিযোগে ১৮০০ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। দ্বিতীয় দফায় এবার আরও ৮০০ জনকে গ্রেফতার করা হল।
বাল্যবিবাহের বিরোধী অভিযানে নতুন করে গ্রেফতারির কথা জানিয়েছেন হিমন্ত নিজেই। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘বাল্য বিবাহের রুখতে ব্যাপক অভিযান। ভোরে শুরু হওয়া অসম পুলিশের বিশেষ অভিযানে ৮০০ বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।’ অসমের মুখ্যন্ত্রীর আরও দাবি, গ্রেফতারির সংখ্যা বাড়তে পারে। কারণ পুলিশি অভিযান এখনও অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর অসম বিধানসভায় নিজের বক্তব্যে হিমন্ত জানান, বাল্যবিবাহ বিরোধী অভিযানে অসম পুলিশ এখনও পর্যন্ত ৩৯০৭ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৩৩১৯ জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে। এর সঙ্গে আরও ৮০০ জন যুক্ত হল। ফেব্রুয়ারি মাসে হিমন্ত জানান, পনেরো দিনেরও কম সময়ে রাজ্য জুড়ে ৪ হাজারেরও বেশি বাল্যবিবাহের অভিযোগ দায়ের হয়েছে। এর পরেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যজুড়ে ১৮০০ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।