অনলাইন ডেস্ক : কুজ বোকার নামে পড়ুয়া আত্মঘাতী হওয়ার পর শিলচর এনআইটিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতির মাঝেও শিলচরের সাংসদ রাজদীপ রায়ের তরফে কোনও প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। তবে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা এবার এ নিয়ে সরব হয়ে বিশেষ তদন্তের দাবি জানিয়েছেন।
এক বিবৃতিতে কৃপানাথ কুজ বোকারের আত্মঘাতী হওয়ার ঘটনাকে ঘিরে শোক ব্যক্ত করে বলেন, কোন পরিস্থিতিতে এই পড়ুয়া আত্মঘাতী হলেন তা খতিয়ে দেখতে বিশেষ তদন্ত জরুরী। এ নিয়ে তিনি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, তদন্তক্রমে বোকারের আত্মঘাতী হওয়ার জন্য যে বা যারাই দায়ী তাদের সনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা উচিত। যাতে করে ভবিষ্যতে আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সঙ্গে তিনি এনআইটিতে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা সমাধানের জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।