অনলাইন ডেস্ক : প্রতিমা ভাসান শেষে ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ১৭ পড়ুয়া। মঙ্গলবার রাত আটটা নাগাদ এই ঘটনা ঘটে শিলকুড়ি এলাকায়।
জানা গেছে পড়ুয়ারা এদিন গণেশ পূজার পর ভাসানের জন্য প্রতিমা নিয়ে আসেন শিলচরে। ভাসান সেরে ফেরার পথে শিলকুড়ি এলাকায় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আহত হন কমপক্ষে ১৭ জন পড়ুয়া। আহতদের মধ্যে কয়েকজন জন কুমার, গোপিচান্দ, পূর্ণ লামর, যোগেশ, কল্যাণ নায়েক, জাহিদুল ইসলাম ও সুচিত্রা পবন কুমার এর নাম জানা গেছে। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে।